মহিলা পুলিশকে ধর্ষণ করলেন থানার ওসি!




মহিলা কনস্টেবল একাধিক বার ধর্ষণ করলেন থানার ওসি৷ পাঞ্জাবেন মানসা জেলায় এমনই ঘটনা ঘটেছে৷ মহিলা কনস্টেবল মানসা পুলিশ ও ওমেন সেল চন্ডীগড়ে বয়ান দায়ের করেছেন৷ ওই মহিলা পুলিশ কর্মী সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলা করারও দাবি তুলেছেন৷ অভিযুক্ত ইন্সপেক্টর এখনও চন্ডীগড়ের ওমেন সেলে হাজিরা দেয়নি৷


মানসা পুলিশ তাকে ডাকা বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন৷ এই মামলায় ভাটিন্ডা রেঞ্জের আইজি মানসার এসএসপিকে এই বিষয়ে শীঘ্র তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন৷ মানসা পুলিশের মহিলা কনস্টেবল সদর বুদলাডা থানার সাব ইন্সপেক্টর মনজিত সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক শোষণ করার অভিযোগ করেছেন৷

ওই মহিলা ভাটিন্ডা রেঞ্জের আইজির সঙ্গে দেখা করার পরই তিনি মানসার এসএসপিকে তদন্তের নির্দেশ দেন৷ এসএসপি একটি তদন্তকারী কমিটি তৈরি করেছেন৷ এর মুখ্য ভূমিকায় থাকা কুলদীপ শর্মার কাছে ওই মহিলা কনস্টেবল জানিয়েছেন, মনজিৎ সিং তার উপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন চালিয়েছে এবং এখন তাকে হুমকি দেওয়া হচ্ছে৷ এসপিএইচ কুলদীপ শর্মা জানিয়েছেন, মহিলা পুলিশ কর্মীর বয়ানে কিছু কমতি রয়েছে যাকে পুরো করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে৷


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment