১৪০টা পোশাক পড়বেন আনুশকা




অনুরাগ কাশ্যপের ‘বম্বে ভেলভেট’ ছবি নিয়ে নানারকম উত্তেজনা তুঙ্গে৷ কখনও ছবির সেটে বিরাট কোহলি ও ক্যাটরিনার পৌঁছে যাওয়া৷ কখনও রণবীর-আনুশকার প্রেম পর্ব৷ আর এবার এই ছবিতেই ১৪০ টা ডিজাইনার পোশাক পড়ে রের্কড করতে চলেছে আনুশকা৷ অনুরাগের এই ছবিতে উঠে আসবে আশির দশকের মুম্বাই৷ আর তাই অভিনেতাদের লুকেও থাকবে সেই সময়ের টাচ৷





জানা গিয়েছে, আনুশকার এই পোশাক ডিজাইন করছেন জাতীয় পুরস্কার বিজয়ী ফ্যাশন ডিজাইনার নীহারিকা খান্না৷ শওনা গিয়েছে, বহু দিনের রিসার্চের পরই এক্সক্লুজিভ একশো চল্লিশটি পোশাক ডিজাইন করেছেন নীহারিকা৷ ‘বম্বে ভেলভেট’ ছবিতে অনুষ্কার সঙ্গে দেখা যাবে রণবীর কাপুর ও করণ জোহরকে৷ ছবিটি মুক্তি পাবে নভেম্বরের ২৮ তারিখ৷


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment