সারা দেশে দুর্ঘটনায় আরো ২৭ জনের মৃত্যু




ঈদের অতিরিক্ত আনন্দ কখনো কখনো করুণ 
পরিণতি ডেকে আনতে পারে। ঠিক তাই হয়েছে ঠাকুরগাঁওয়ের একদল পিকনিক যাত্রীর।
যেমনটি ঘটেছে কুষ্টিয়ার আনন্দভ্রমণে বের হওয়া শিশু-কিশোরদের ভাগ্যে।    






ঈদের দিন নৌকায় চেপে পদ্মা নদীতে 
আনন্দভ্রমণে বের হয়েছিল ২২ জন শিশু-কিশোর। বেলা তিনটার দিকে কুষ্টিয়ার
দৌলতপুর উপজেলার বৈরাগীর চরে নৌকাটি ডুবে যায়। মাঝিসহ সাত থেকে আটজন তীরে
উঠতে পারলেও অন্তত ১৫ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।





ওদিকে ঈদের দিন রাতে পঞ্চগড় জেলার
আটোয়ারী উপজেলার পানবাড়া গ্রাম থেকে একটি পিকআপ নিয়ে ৩০ জন যাত্রী
পিকনিকের উদ্দেশ্যে  দিনাজপুরের বিনোদন স্পট  ‘স্বপ্নপুরী’তে   যাচ্ছিল।





দিনাজপুর যাওয়ার পর গাড়ির যান্ত্রিক 
সমস্যা দেখা দেয়। ফলে  স্বপ্নপুরী না গিয়ে তারা ফিরে আসতে থাকে। এ
অবস্থায় আজ ভোর চারটা’র দিকে  ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে কুমিল্লাহাড়ি নামক
স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ পিকআপটিকে পিছন থেকে আঘাত করে।  
দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং  পিকআপ যাত্রীদের  দু’জনের
মৃত্যু ঘটে। এ ছাড়া অন্তত ২৫জন আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৪জনকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।





এদিকে  আজ সারা দেশে  সড়ক দুর্ঘটনায় 
অন্তত: ১২ জনের  মৃত্যুর খবর পাওয়া গেছে । এ সব ঘটনায় আহত হয়েছেন আরো ৫৮
জন। এর মধ্যে সিলেটে ৪, সিরাজগঞ্জে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ২জন , ভোলায় ১জন,
নওগাঁয় ১জন ও বরিশালে ১জনের  মৃত্যু হয়েছে । 





বুধবার ভোরে  নূর আনন্দ পরিবহনের একটি
যাত্রীবাহী বাস ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইয়ে যাওয়ার পথে ঢাকা-সিলেট
মহাসড়কে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি
রাস্তার পাশে খাদে পড়ে দুর্ঘটনায়  ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে
বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।





সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক
সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। বুধবার সকাল ১১টা ও
দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।





বুধবার দুপুর ১২টার দিকে নওগাঁর মান্দা
উপজেলার সতিহাট এলাকায় যাত্রীবাহী একটি ভটভটি উল্টে বামনি (৪০) নামে এক
নারীর মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।





বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অমিও মণ্ডল (৮০) নামে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।





ভোলার চরফ্যাশন উপজেলার কর্তারহাট এলাকায় বাস দুর্ঘটনায় বেল্লাল (৩৪) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।




এর আগে মঙ্গলবার ঈদের দিন নোয়াখালী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ভোলা ও মাগুরায় পৃথক দুর্ঘটনায় ২১ জন মারা যান।


সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment