নাহ আর থেমে থাকতে পারলাম না, এবার লিখতেই হচ্ছে।
কবছর আগেও এগুলা কেউ চিনতো না।
আস্তে আস্তে এখন অনেকেই অনলাইনেই নিউজ পড়েন। সেটা সমস্যা না, সমস্যা হইলো
ছাতার মত গজিয়ে ওঠা অনলাইন নিউজ পেপার সাইট গুলো। অনলাইন নিউজ পেপার নিয়ে লিখছি আমি তারেক মাহমুদ।
আপনার কোন ধারনা
আছে এই মুহুর্তে কতগুলা অনলাইন নিউজ পেপার সাইট আছে ? ধরলাম আপনার নিজের
একটা আছে। অনেক খেটেখুটে খবর যোগার করে পোস্ট করে বড় সাইট বানাইছেন। রাত পার না হতেই , সকালে দেখবেন কমপক্ষে ৫০ টা সাইটে আপনার আর্টিকেল কপি হয়ে
গেছে, যেখানে আপনার নাম নিষানা নাই।
এভাবেই চলতেছে সাইট গুলা, আর
এদের ভিজিটর টানার প্রধান আকর্ষন হলো ধর্ষণ আর এ্যাডাল্ট শ্রেনীর নিউজ।
এসব সাইটের ম্যানেজমেন্ট নিয়া বলি, এক ছেলে এস এস সি পাশ করে বের হইছে,
তার নিজের নাকি নিউজ পেপার সাইট আছে, বুঝেন ঠেলা। একবার চিন্তা করেন আপনি
যে খবর টা পড়তেছেন সেটার এডিটর একজন মেট্রিক পাস ছেলে। সংবাদ পত্র একটা
সেন্সেটিভ ব্যাপার, এখানে যোগ্যতা লাগবেই। অনলাইনে এখন দেখি কিছুই লাগে না।
এসব কেন ?
আয় করার ইচ্ছা থেকেই সম্ভবত সাইট গুলো তৈরী হয়। আয় এর ধরন
শুনেন, এ্যাড কম্পানীর এ্যাড তো লাগাবেই, সাথে এদের আছে এ্যাড স্পেস বিক্রি
এর ধান্দা। বড় বড় কম্পানী গুলো তাদের প্রচারনা চালাবার জন্য বিজ্ঞাপন দেন
বিভিন্ন ওয়েব সাইটে। কোন বিজ্ঞাপন সার্ভিস ব্যাবহার না করেই, এখানেই তারা
প্রতারিত হন।
এসব কিভাবে হয় ?
রাতের অন্ধকারে একটা সাইট বানাইলেন, তারপর ফেসবুক সহ নানান সোশ্যাল পেইজ থেকে শেয়ার। মজাই লাগে যখন দেখি আমার একটা ফেসবুক গ্রুপে একই পোস্ট ৬ জন ৬ সাইটের জন্য করছেন। এভাবে তাদের সাইটে নিয়ে যান ভিজিটর। এরপরে ধরনা দেন বড় কোন কম্পানীর কাছে, আমাদের সাইটে বিজ্ঞাপন দেন। মাঝখানে
একটা কথা আছে, সবাই তো গাধা না, সাইট দেখেই বিজ্ঞাপন দিয়ে দেবেন, তারা আগে
দেখেন এদের সাইটে আর কে কে বিজ্ঞাপন দিয়েছে, তার পরে বিজ্ঞাপন দেন। কিন্তু
নতুন সাইটে আর কে বিজ্ঞাপন দেবে ? কেউ না।
এখানেও আরেক রকম ভন্ডামি চলে। নিজেরা বিভিন্ন কম্পানীর লোগো আর লিঙ্ক লাগিয়ে রেখে দেন, অর্থাৎ দেখান
তাদের সাইটে অনেকেই বিজ্ঞাপন দেয়। খেয়াল রাখবেন, এগুলোর বেশীর ভাগ ভুয়া।
তারা সুধু আপনার সাথে প্রতারনা করতেই এটা করতেছে , আপনার টাকা পানিতে ফেলার
আগে যদি আমার লেখা টা আপনার চোখে পড়ে তো বেচে গেলেন। এদের বেশীর ভাগ
সিস্টেম আবার মাসিক, মানে এক মাসের জন্য এত টাকা দিতে হবে।
আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, নিউজপেপার সাইট এ যারা যাই বেশিরভাগ সংবাদ পড়ার জন্য , বিজ্ঞাপন দেখার জন্য নয়।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment