পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা





ইউসুফ রাজা গিলানি (ডানে) ও আমিন ফাহিম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ
রাজা গিলানির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে করাচির
দুর্নীতির দমন আদালত।





একই ধরনের গ্রেফতারি পরোয়ানা জারি করা
হয়েছে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক
বাণিজ্যমন্ত্রী আমিন ফাহিমের বিরুদ্ধেও।



ট্রেড ডেভলপমেন্ট অথরিটি পাকিস্তান বা
টিডিএপি’-তে একটি আর্থিক অনিয়মের দায়ে রুজু করা মমালায় তাদের বিরুদ্ধে এ
পরোয়ানা জারি করা হয়। একইসঙ্গে মামলার শুনানি আগামী ১৭ জুন পর্যন্ত মুলতবি
করেছে আদালত। ফাহিম যখন বাণিজ্যমন্ত্রী ছিলেন তখন পাকিস্তানের কেন্দ্রীয়
তদন্ত সংস্থা এ মামলা দায়ের করেছিল।




এর আগে, এ মামলায় হাজির হতে আদালত দু জনকে
তিনবার নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে জামিনোযাগ্য গ্রেফতারি
পরোয়ানা থাকায় তারা সে নোটিশকে উপেক্ষা করেন।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment