৭ খুনের ঘটনায় ২ র‍্যাব কর্মকর্তা রিমান্ডে, ন্যায় বিচার নিয়ে সংশয়





নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ এবং মেজর (অব.) আরিফ হোসেনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার বেলা ২টার দিকে দুই কর্মকর্তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রূপমের আদালতে হাজির করে  পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করে। কিন্তু, আদালত তাদের  পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটায় ঢাকা সেনানিবাস থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকের পর তাদের ক্যন্টনমেন্ট থানায় রাখা হয়।
তবে তৃতীয় অভিযুক্ত র‍্যাব সদস্য চাকরিচ্যুত নৌবাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার এমএম রানাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

এদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অভিযুক্ত র‌্যাব কর্মকর্তাদের গ্রেফতার করতে গড়িমসি করা হয়েছে। মূল আসামীদের গ্রেফতারের ব্যাপারে গড়িমসি করার কারণে মামলার ন্যায় বিচার নিয়েই  সন্দিহান হয়েছে বিএনপি।

দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জনগণের দাবি ও হাইকোর্টের আদেশের কারণে বাধ্য হয়ে  র‌্যাবের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হলেও এ ব্যাপারে  সরকারের টালবাহানায়  জনমনে সন্দেহ থেকেই যাচ্ছে।

রিজভী আরো উল্লেখ করেন, "নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে। নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম নিজেও বলেছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, র‌্যাব তাকে নানাভাবে হুমকি দিচ্ছে।"

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির রেডিও তেহরানকে বলেন,"অবস্থা দেখে মনে হচ্ছে দেশে এখন কোন আইনের শাসন নেই।  অন্যায় আর অত্যাচারে নিয়োজিত এ সরকারের কাছ থেকে জনগন এখন কেবল মুক্তি আশা করে।"

একই ধরনের অভিমত ব্যক্ত করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ  বলেন, "বাংলাদেশ থেকে শুধু যে ন্যায় বিচার ও আইনের শাসনই  বিদায় হয়েছে তা  নয়, মনে হচ্ছে দেশে কোনো সরকারও নেই।"

এদিকে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, "দেশে এখন আইনের শাসন নেই। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে। এসব প্রতিষ্ঠান রাজনীতিকরণের কারণে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। ফলে তৈরি হচ্ছে নূর হোসেনের মতো হাজারো ক্যাডার।"

শনিবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত ‘রাজনৈতিক দল এবং বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment