জেলার মহাদেবপুর ও পোরশা উপজেলায় আজ বজ্রপাতে ৭ জনের প্রাণহানি ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
প্রথম ঘটনাটি ঘটে মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর ধানের হাটে। এখানে বজ্রপাতে ৬ জন মারা যান। দ্বিতীয় ঘটনাটি ঘটে পোরশা উপজেলার পাথরডাঙ্গা গ্রামে। এখানে এক গৃহবধূ বজ্রপাতে প্রাণ হারান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত উদ্দিন জানান, প্রতি শুক্রবার সকালে সরস্বতীপুরে ধান কেনাবেচার বিশাল হাট বসে। যথারীতি আজ সকাল থেকে সেখানে ধানের হাট শুরু হয়। এ সময় ক্রেতা-বিক্রেতার সমাগম ছিল। হঠাৎ করে শুরু হয় ঝড়বৃষ্টি। সেই সাথে মেঘের গর্জন। এক পর্যায়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জন ঘটনাস্থলেই মারা যান। পরে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরও ৩ জনের মৃত্যু হয়।
মৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের আশরাফ আলীর পুত্র আজিজার রহমান (৪০), মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া গ্রামের মরহুম ফারাতুল্লাহর পুত্র হাফিজুর রহমান (৪২), উত্তরগ্রাম পূর্বপাড়া গ্রামের মরহুম গফুর আলীর পুত্র সামশুল আলম (৩৫), দাশড়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র ইয়াকুব আলী (২০), বান্দাইল গ্রামের সাহেব আলীর পুত্র জসিমুদ্দিন এবং ভেবড়ী গ্রামের আফজাল হোসেন (২৫)।
আহতদের অবস্থার অবনতি হলে হবিবর রহমান, সাইদুর ররহমান, তাজেম আলী, আফজাল হোসেন ও আমিনুল ইসলামকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে আজ সকাল ৮টায় জেলার পোরশা উপজেলার পাথরডাঙ্গা গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় সাবিনা ইয়াসমিন (৩৫) নামের এক গৃহবধূও প্রাণহানি ঘটেছে। তিনি ওই গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।
(বাসস)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment