সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এশিয়ার বিভিন্ন দেশের ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে,
বিদেশি শ্রমিকদের বহনকারী একটি দ্রুতগামী বাস উল্টে গিয়ে রাস্তার পাশে
পার্ক করা একটি লরিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা হয়। যাত্রীবাহী বাসটিতে ২৯ জন
যাত্রী ছিল। ১৫ জন নিহত হওয়া ছাড়াও বাকি ১৪ জনের সবাই আহত হয়েছে।
দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যায়।
রাজধানী আবু ধাবি থেকে আরব আমিরাতের
উত্তরাঞ্চলে যাওয়ার পথে অ্যামিরাত্স রোডে এ দুর্ঘটনা হয়। অ্যামিরাত্স
রোডটি দুবাইয়ের ঠিক পাশ দিয়ে চলে গেছে। দুবাইর শহরতলিতে অবস্থিত রুওয়াইয়াহ
এলাকার এ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
দুবাইতে বসবাসকারী ২২ লাখ মানুষের বেশিরভাগই বিদেশি; এদের অধিকাংশই আবার এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিক।
১০ মে (রেডিও তেহরান)
No comments:
Post a Comment