বাহরাইনে সরকার-বিরোধী আন্দোলন চলছে: নিরাপত্তা বাহিনীর হামলা




বাহরাইনে রাজতান্ত্রিক স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রয়েছে। সেইসঙ্গে চলছে সরকার-বিরোধী আন্দোলনকারীদের ওপর আলে-খলিফা সরকারের দমন-পীড়ন।



গতকাল রাজধানী মানামার দক্ষিণে সিত্রা এলাকায় বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে নিহত ১৪ বছর বয়সী কিশোর সাইয়্যেদ মাহমুদ সাইয়্যেদ মোহসেনের স্মরণসভা করতে গেলে তাতে হামলা চালায় সরকারি বাহিনী। গত সপ্তাহে সিত্রা এলাকায় নিহত হয়েছিল এ কিশোর।



তবে, হামলা সত্ত্বেও গতকাল সরকার-বিরোধী মিছিল করেছে সমবেত জনতা। এ সময় তারা সরকারের দমন-পীড়ন অবসানের দাবিতে নানা শ্লোগান দেয়।



২০১১ সালের গোড়ার দিকে মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণজাগরণ শুরু হয়। তার ঢেউ আছড়ে পড়ে পারস্য উপসাগরের ছোট্ট দ্বীপ দেশ বাহরাইনে। তখন সরকার পতনের অবস্থা তৈরি হলেও সরকারি বাহিনীর ব্যাপক নিপীড়নমূলক ব্যবস্থার কারণে ক্ষমতায় টিকে রয়েছে রাজা হামাদ বিন ঈসা আলে খলিফার সরকার। এ কাজে আমেরিকা, ব্রিটেন ও সৌদি আরব অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে। এর মধ্যে বাহরাইন সরকারের সমর্থনে এবং আন্দোলন দমনের জন্য সৌদি আরব তার নিজের সেনা পাঠিয়েছে।





(রেডিও তেহরান/এসআই/২৮)




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment