নওয়াজ শরীফের নেতৃত্বে এনইসি'র বৈঠক |
পাকিস্তানের জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসি এক উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) পাস হওয়া এ পরিকল্পনায় বলা হয়েছে আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দ্বিগুণ করা হবে যার লক্ষ্যমাত্রা হবে ৪৫,০০০ মেগাওয়াট।
‘ভিশন ২০২৫’ নামের এ পরিকল্পনার আওতায় ১০ বছরের মধ্যে পাকিস্তানকে বিশ্বের ২৫তম অর্থনীতির দেশে পরিণত করা হবে এবং বার্ষিক রপ্তানির পরিমাণ ছয়গুণ বাড়িয়ে ১৫ হাজার কোটি ডলারে নেয়া হবে। এছাড়া, এ সময়ের মধ্যে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।
এনইসি’র বৈঠকে সভাপতিত্ব করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এতে সব প্রদেশ ও অঞ্চলের প্রধান নির্বাহীরা উপস্থিতি ছিলেন।
বৈঠকে ‘ভিশন ২০২৫’ -এর আওতায় নতুন একটি পাঁচশালা পরিকল্পনারও অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া, ভিশন বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনের সঙ্গে একযোগে কাজ করতে ও সব রকমের সহযোগিতা দিতে মন্ত্রণালয়, প্রদেশ এবং বিশেষ এলাকাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। আর উচ্চাভিলাষী এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা, আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
৩০ মে (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment