উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের একটি
নির্মাণাধীন অ্যাপার্টমেন্টে ‘ভয়াবহ দুর্ঘটনা’ ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয়
সংবাদ সংস্থা আজ (রোববার) খবর দিয়েছে।
কেসিএনএ পরিবেশিত খবরে একে ‘অকল্পনীয়
দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, মঙ্গলবারের এ দুর্ঘটনায়
পিয়ংইয়ংয়ের মানুষজন গভীরভাবে মর্মাহত হয়েছে। দুর্ঘটনার পর জীবিতদের উদ্ধার
এবং আহতদের চিকিৎসার জন্য জরুরি ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। তবে খবরে
হতাহতের সঠিক সংখ্যা জানানো হয়নি।
অবশ্য, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন,
তারা এ দুর্ঘটনা সম্পর্কে অবহিত ছিলেন। ২৩ তলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে
দুর্ঘটনা ঘটেছে। ওই ভবনে প্রায় একশ’ পরিবার বসবাস করতেন। ভবন ধসে
উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়া সাধারণভাবে দেশটি
সম্পর্কে নেতিবাচক কোনো খবর প্রকাশ করে না। এ ছাড়া, রাষ্ট্রীয় সংবাদ
মাধ্যমে কেসিএনএ পরিবেশিত খবরে শীর্ষস্থানীয় কর্মকর্তার দুর্ঘটনার জন্য
ক্ষমা প্রার্থনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এ জাতীয় ক্ষমা প্রার্থনার
খবর সাধারণভাবে প্রচার করা হয় না।
পিয়ংইয়ংয়ের জনসংখ্যা প্রায় ২৫ লাখ এবং
রাজনৈতিক সুবিধাপ্রাপ্ত শ্রেণীর মানুষরাই উত্তর কোরিয়ার রাজধানীতে বসবাসের
সুযোগ পায় বলে ধারণা করা হয়।
১৮ মে (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment