আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি: ইসরাইলের অস্বীকার




আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
অস্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন
কর্মকর্তা নিউজউইক ম্যাগাজিনে প্রকাশিত এক কলামে বলেছেন, আমেরিকার বিরুদ্ধে
ইসরাইলের গুপ্তচরবৃত্তির লাল সীমা ছাড়িয়ে গেছে।  






ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর
লিবারম্যান আজ (বুধবার) এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমরা
সুনির্দিষ্টভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করছি।”


                                                                                                   ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর লিবারম্যান            


তিনি আরো বলেছেন, “আমরা মিথ্যা ও
মিথ্যাভাষণ সম্পর্কে কথা বলছি যা নিতান্তই ভিত্তিহীন এবং বানোয়াট।”
লিবারম্যান মার্কিন অভিযোগকে মানহানিকর ও বিদ্বেষপূর্ণ বলেও মন্তব্য
করেছেন। তেল আবিব আমেরিকার বিরুদ্ধে সরাসরি কিংবা পরোক্ষ কোনো রকমের
গুপ্তচরবৃত্তি জড়িত নয়।





ইহুদিবাদী এ মন্ত্রী দুঃখ প্রকাশ করে আরো বলেন, আমেরিকার ভেতরে অজ্ঞাত কিছু ব্যক্তি যারা নিতান্তই মিথ্যা অভিযোগ ও বিদ্বেষ ছড়াচ্ছে।




তিনি বলেন, জোনাথন পোলার্ডের ঘটনা থেকে
ইসরাইল শিক্ষা নিয়েছে। ইসরাইলের হয়ে আমেরিকার বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি করার
অভিযোগে ১৯৮৫ সালে পোলার্ডকে গ্রেফতার করা হয়। পরে এ অভিযোগে তাকে
যাবজ্জীবন কারাদণ্ড দয়া হয়েছিল।


৭ মে (রেডিও তেহরান)


No comments:

Post a Comment