ইউক্রেনে হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচন




ইউক্রেনে হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচন৷ বুথ ফেরত সমীক্ষা বলছে সাবেক
মন্ত্রী ও ব্যবসায়ী পেট্রো পোরোশেঙ্কো ৫০ শতাংশের উপর ভোট পাবেন৷ ফলে
রান-অফ ভোটের প্রয়োজন হবে না৷ সোমবার পুরো ফল পাওয়া যাবে৷

রবিবার সকাল থেকেই ইউক্রেনের মানুষ ভোট দেয়া শুরু করে৷ শেষ হয় স্থানীয় সময়
রাত আটটা, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টা পর্যন্ত৷

                                                                                                               পেট্রো পোরোশেঙ্কো



‘দ্য ন্যাশনাল এক্সিট পোল
২০১৪'-এর বুথ ফেরত সমীক্ষা বলছে পোরোশেঙ্কো ভোট পাবেন ৫৫.৯ শতাংশ৷ আর তাঁর
নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী ইয়ুলিয়া টিমোশেঙ্কো পেতে
যাচ্ছেন মাত্র ১২.৯ শতাংশ ভোট৷ নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের
বেশি ভোট পান তাহলে আর রান-অফ ভোটের প্রয়োজন পড়বে না৷ এই এক্সিট পোলের
এরর মার্জিন ৩.৫ শতাংশ হওয়ায় ধরে নেয়া হচ্ছে হয়ত পোরোশেঙ্কোই ইউক্রেনের
পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন৷ সোমবার পুরো ফল জানা যাবে বলে বার্তা
সংস্থাগুলো খবর দিয়েছে৷




কে এই পোরোশেঙ্কো?



কনফেকশনারি ব্যবসা থাকার কারণে ইউক্রেনে পেট্রো পোরোশেঙ্কোর
পরিচয় ‘চকলেট কিং' হিসেবে৷ রাজনীতিক হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে৷ তিনি
এমন একজন ব্যক্তি যিনি পরস্পর বিরোধী দুই সরকারের আমলে মন্ত্রিত্ব পেয়েছেন৷
ভিক্টর ইউশেঙ্কো সরকারের আমলে তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী৷ আর ইউশেঙ্কোর পর যিনি ক্ষমতায় আসেন সেই ভিক্টর ইয়ানুকোভিচের আমলে
তিনি অর্থনৈতিক ও বাণিজ্য মন্ত্রীর পদ পান৷ অর্থাৎ দুপক্ষের সঙ্গেই তাঁর
ভালো সম্পর্ক রয়েছে৷ উল্লেখ্য, ইয়ানুকোভিচ হলেন সেই রুশপন্থি প্রেসিডেন্ট,
যিনি সাম্প্রতিক আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হন৷

 পোরোশেঙ্কো বলেছেন, তাঁর প্রথম কাজ ‘যুদ্ধ বন্ধ করা ও শান্তি ফিরিয়ে আনা’৷
এছাড়া পশ্চিমা বিশ্ব ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে
চান তিনি৷


(রয়টার্স, ডিপিএ)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment