লাওসের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রীসহ পাঁচ শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নিপাট থনগ্লিক এ খবর দিয়েছেন। তিনি বলেন, লাওসের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা তাকে এ দুর্ঘটনার খবর দিয়েছেন।
সরকারি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য যাওয়ার পথে শিয়াংখুয়াং প্রদেশে আজ (শনিবার) এ দুর্ঘটনা ঘটেছে। লাওসের এসব সেনা কর্মকর্তা ইউক্রেনে তৈরি একটি অ্যান্তোনভ বিমানে সফর করছিলেন।
দুর্ঘটনা কবলিত বিমানটিতে লাওসের রাজধানী ভিয়েনতিয়ানের গর্ভনরসহ আরো ২০ জন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তবে দুর্ঘটনায় অন্য কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানানো না হলেও ত্রাণকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছে লাওসের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেপিএল।
লাওসের জঙ্গলে বিধ্বস্ত বিমনাটি পড়ে থাকার ছবি প্রকাশিত হয়েছে এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment