নাইজেরিয়ার সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ গোষ্ঠী নাইজেরিয়ার দুই শতাধিক স্কুল ছাত্রীকে অহরণ করার পাঁচ সপ্তাহ পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এর ফলে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে জড়িত এ গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের পথ সুগম হলো। নাইজেরিয়ার আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ প্রস্তাব অনুমোদন করেছে।
অবশ্য কাগজে কলমে যাই বলা হোক না কেনো বাস্তব ক্ষেত্রে তা কতোটা কার্যকর হবে সে বিষয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক।
জাতিসংঘের নথিতে বলা হয়েছে, আল-কায়েদার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে বোকো হারাম। এ ছাড়া, মালিতে আল-কায়েদার সদস্যদের সঙ্গে লড়াইও করেছে এ গোষ্ঠীর সদস্যরা।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ার সরকার পতনের লক্ষ্যে বোকো হারাম লড়াই চালিয়ে যাচ্ছে। বোমা হামলাসহ সহিংস তৎপরতার মাধ্যমে তারা এ পর্যন্ত দেশটির হাজার হাজার নাগরিককে হত্যা করেছে। এক বছর আগে নাইজেরিয়ার সরকার ব্যাপক অভিযানের ঘোষণা দিলেও বোকো হারামের হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়। এ বিষয়টি নাইজেরিয়ার জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে।
(রেডিও তেহরান/সমর/এমআই/২৩)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment