লিবিয়ার উপকূলে আমেরিকার যুদ্ধজাহাজ: মার্কিন নাগরিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ




লিবিয়া উপকূলে একটি যুদ্ধজাহাজ ও ১,০০০ মেরিন সেনা পাঠাচ্ছে আমেরিকা। ওই এলাকায় আগে মোতায়েন করা মার্কিন সেনাদের শক্তি বাড়ানোর জন্য নতুন করে এ যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে।



আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধজাহাজ ইউএসএস বাট্টান লিবিয়ার উপকূলে এসে পৌঁছাবে। এতে বেশ কয়েকটি হেলিকপ্টার রয়েছে। জরুরিভিত্তিতে লিবিয়ায় মার্কিন দূতাবাস খালি করার দরকার হলে এসব হেলিকপ্টার ব্যবহার করা হবে।



গত কয়েকদিন ধরে লিবিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে সেনা ও গেরিলাদের মধ্যে একের পর এক সংঘর্ষ হচ্ছে। এমনকি নতুন প্রধানমন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে। এ অবস্থায় লিবিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।



চলতি মাসের প্রথম দিকে, আমেরিকা লিবিয়ার কাছে সিসিলি দ্বীপে মার্কিন নৌ ঘাঁটিতে কয়েকটি ওসপ্রে বিমান ও প্রায় ২৫০ জন মেরিন সেনা পাঠানো হয়েছে।





(রেডিও তেহরান/এসআই/২৮)




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment