ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন
হামাসের তিনটি পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।
পশ্চিম তীরের রামাল্লা থেকে এসব পত্রিকা প্রকাশ করা হতো।
আজ (বুধবার) ইসরাইলি সেনারা রামাল্লায়
‘আল-রিসালা’,‘ফিলিস্তিন’ ও ‘আল-ইস্তিকলাল’ পত্রিকার দপ্তরে হানা দিয়ে
প্রকাশনা কার্যক্রম বন্ধ করে দেয় । তারা বলেছে- এ তিনটি পত্রিকার প্রকাশনা ও
বিতরণ মেনে নেয়া হবে না। গত এপ্রিলে হামাস ও ফাতাহ’র মধ্যে ঐক্য চুক্তি সই
হওয়ার পর থেকেই এসব পত্রিকা পুণরায় বের হতে শুরু করে।
এদিকে, আজ ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাসে
(জেরুজালেম) আল-আকসা মসজিদেও হানা দিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় দখলদারদের
গুলিতে অন্তত চার ফিলিস্তিনি মুসল্লি আহত হয়েছেন। মসজিদে উগ্র ইহুদিবাদীদের
উপস্থিতির বিষয়ে ফিলিস্তিনিরা প্রতিবাদ জানাতে গেলে তাদের ওপর চড়াও হয়
ইসরাইলি সেনারা।
ফিলিস্তিনে ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে
হামাস ও ফাতাহ’র মধ্যে চুক্তি হওয়ার পর থেকেই ক্ষুব্ধ হয়ে আছে তেল আবিব।
এরপর থেকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন হামলার মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে।
২৮ মে (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment