অলৌকিক শিশু’ ১১ তলা থেকে পড়েও প্রাণে রক্ষা পেল!




আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের
মিনেয়াপোলিসের একটি ১১ তলা ভবন থেকে নিচে পড়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে
গেছে এক সোমালি শিশু। রোববার বারান্দার রেলিংয়ের ফাঁক গলে নিচে পড়ে যায়
শিশুটি। ১১ তলা ভবন থেকে পড়ার ফলে মুসা দাইইব নামের ১৫ মাসের শিশুটির দুই
বাহু ভেঙ্গে গেছে। ভেন্টিলেটারের সাহায্যে তার শ্বাসকার্য চালাতে হচ্ছে।
তবে শেষপর্যন্ত শিশুটি বেঁচে যাবে বলে ধারণা করা হচ্ছে।






হেনপিন কাউন্টি মেডিক্যাল সেন্টারের
আইসিইউতে রয়েছে মুসা। মুসার চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. টিনা স্লুশের বলেন,
অল্প বয়স এবং নরম মাটির ওপর পড়ার কারণে সে রক্ষা পেয়েছে। সমাজসেবক
আবদিররিজাক বিহি স্থানীয় একটি দৈনিককে বলেছেন, শিশুটিকে জীবিত দেখতে পেয়ে
কেউ তা বিশ্বাসই করতে চান নি।শিশুটির মা-বাবাকে নিয়েই বেশি চিন্তিত
ছিলাম। এ ঘটনায় তাদের দু’জনেরই বাকরুদ্ধ হয়ে গিয়েছিল বলে জানান বিহি। ডা
স্লুশের বলেন, ওরকম উঁচু থেকে বয়সী কেউ পড়লে নির্ঘাত প্রাণ হারাত। মুসার
বেঁচে যাওয়াকে তিনি নিশ্চিত অলৌকিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, এ
পরিবারের জন্য এটি খোদার উপহার।




চিকিৎসক, পরিবার এবং সম্প্রদায়ের সদস্যরা এখন ছোট্ট সোনামণি মুসাকে ‘অলৌকিক শিশু’ বলছেন।


১৫ মে (রেডিও তেহরান)


Disclaimer:

This post is first time introduced by other news website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment