আমেরিকা থেকে কম্পিউটারের যন্ত্রপাতি
রফতানি করার আগে তাতে আড়িপাতার যন্ত্র বসিয়ে দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা
সংস্থা বা এনএসএ । ‘নো প্লেস টু হাইড’ বা ‘পালাবার পথ নেই’ নামের নিজের
লেখা নতুন বইয়ে এ তথ্য ফাঁস করে দিয়েছেন মার্কিন সাংবাদিক গ্লিন
গ্রিনওয়াল্ড।
এনএসএস’র সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড
স্লোডেনের আস্থাভাজন সাংবাদিক গ্রিনওয়াল্ড। স্নোডেন এনএসএ’র ফাঁস করা গোপন
কাগজপত্র আস্থাভাজন হিসেবে মার্কিন সাংবাদিক গ্লিন গ্রিনওয়াল্ড
বিবেচনা করে যে কয়েকজন সাংবাদিকের কাছে গচ্ছিত
রেখেছেন তাদেরই অন্যতম গ্রিনওয়াল্ড।
গ্রিনওয়াল্ড তার বইয়ে লিখেছেন, ২০১০
সাল থেকে রাউটার বা সার্ভারসহ কম্পিউটারের অন্যান্য যন্ত্রপাতি বিদেশে
রফতানি করার আগে তাতে নিয়মিত আড়িপাতার যন্ত্র বসিয়ে দিয়েছে এনএসএ। ফলে ওই
সব যন্ত্রপাতি অন্য দেশের যেকোনো সংস্থা বা ব্যক্তি ব্যবহার করা মাত্রই
সহজেই তার মাধ্যমে সংযোগ স্থাপন করার ও তথ্য হাতিয়ে নেয়ার সুযোগ পেয়েছে
এনএসএ।
১৩ মে (রেডিও তেহরান)
Disclaimer:
This post is first time introduced by other news website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment