'চাঁদের মেয়ে জোসনা আমি বেদের মেয়ে না' গানটি এই সময়ের একটি তুমুল শ্রোতাপ্রিয় গান। রক-রাজকন্যা খ্যাত তিশমার নিজেরও এই গানটি স্টেজে পারফর্ম করতে বেশ ভালো লাগে। এরকমই কিছু এক্সপেরিমেন্টাল গান নিয়ে নিজের নতুন একক অ্যালবাম সাজাচ্ছেন তিনি। নিজের স্টুডিওতেই কাটাচ্ছেন দিনের দীর্ঘসময়। পাশাপাশি নিজের নামে গড়ে তোলা ব্যান্ড 'তিশমা'-কে নিয়ে নিয়মিত করছেন স্টেজ শো আর টিভি প্রোগ্রাম।
২০০২ সালে কয়েকজন যন্ত্রীকে নিয়ে ব্যান্ডে সেটআপ তৈরি করেছিলেন তিশমা। দীর্ঘদিন সেই সেটআপের সঙ্গে গেয়েছেনও। কিন্তু নিজের পড়াশোনা আর সদস্যদের ব্যস্ততার কারণে তিশমার সেটআপটি টেকেনি। এবার নিজের 'তিশমা' ব্যান্ড গড়েছেন জনপ্রিয় এই পপগায়িকা। সাত সদস্যের এ ব্যান্ডের লাইনআপ হলো- তিশমা (ভোকাল ও গিটার), রানা (বেজ), সামু (গিটার), বিকাশ (ড্রামস), সাজু (ড্রামস ও পারকাশন), তুষার (ড্রামস পারকেশন)। বর্তমানে এই ব্যান্ড নিয়েই বিভিন্ন স্টেজ প্রোগ্রামে গান করছেন তিশমা।
তিশমা জানান, 'তিশমা' একটি রুশ শব্দ। যার অর্থ 'রহস্যময়' এবং 'শোনা'। ব্যান্ড গঠনের সময় তার মনে হয়েছে এটিই হতে পারে সুন্দর নাম। এখন তাই 'তিশমা' ব্যান্ড নিয়েই এগিয়ে চলেছেন তিনি। এ প্রসঙ্গে তিশমা বললেন, ব্যান্ডের সদস্যদের নিয়ে নিয়মিতই প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে ব্যান্ড নিয়ে পারফর্মও করেছি। সামনেও রয়েছে বেশ কিছু শো । আমার একক অ্যালবামেও ব্যান্ডের অংশগ্রহণ থাকবে।
তিশমা জানালেন, আগামী ২২ জুলাই শুক্রবার এটিএন বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'স্মাইল শো'তে নিজের ব্যান্ড নিয়ে পারর্ফম করবেন। অনুষ্ঠানে তার 'এক্সফ্যাক্টর' অ্যালবামের 'রক রাজকন্যা' গানটি পরিবেশন করবেন। এই গানটি যৌথভাবে রিপন খানের সঙ্গে তিশমা কম্পোজ করেছিলেন। জনপ্রিয় এই গানটি নিয়ে একটি মিউজিক ভিডিওর শুটিং সম্প্রতি শেষ করেছেন তিনি।
বর্তমানে তিশমা নিজের নবম একক অ্যালবামের কাজেই বেশি মনোযোগ দিয়েছেন। কারণ গত প্রায় তিন বছর ধরে নতুন কোনো অ্যালবাম তিনি প্রকাশ করেন নি। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবামের অফার থাকলেও তা ফিরিয়ে দিয়েছেন। ইচ্ছে করেই খানিকটা বিরতি নিয়ে নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। নিজের মনের মতো করে অ্যালবামটি সাজানোর জন্যই একটু বাড়তি সময় নেওয়া।
এ বিষয়ে তিশমা বলেন, লম্বা বিরতির পর অ্যালবামটি বের করছি বলে এতে আমি নতুন কিছু চমক যোগ করতে চাচ্ছি। এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছি। নিজের লেখা গানে নিজেই সুর করছি। প্রতিদিনই কিছু তৈরি করছি, পর মুহূর্তে ভাল না লাগলে আবার ভেঙে ফেলছি। নতুন আইডিয়া নিয়েই চলছে অ্যালবামটির কাজ। । ধীরে সুস্থে কাজ শেষ করার পর শ্রোতাদের হাতে অ্যালবামটি তুলে দিতে চাই। এ বছরই অ্যালবামটি রিলিজ দেওয়ার পরিকল্পনা আছে।
কিছুদিন আগেই খ্যাতিমান সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর সংগীতায়োজনে 'হৃদয়ের গান' নামের একটি মিক্সড অ্যালবামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিশমা। প্রশংসিত হয়েছে গানটি। প্লে-ব্যাক করেছেন 'হৃদয় ভাঙ্গা ঢেউ' আর 'ড্যাঞ্জারম্যান' ছবিতে। আগামীতে আরো কিছু ছবির প্লে-ব্যাক করতে যাচ্ছেন এই রক-রাজকন্যা।
ছোটবেলা থেকেই গান গাইছেন তিশমা তালিম নিয়েছেন নজরুল সঙ্গীত আর ক্ল্যাসিক্যাল গানে। মিউজিক থিওরি নিয়ে পড়া শুনা করেছেন লন্ডনে এবং প্রশিক্ষণ নিয়েছেন 'ইউরোপিয়ান ও ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিক' এ দুটি ধারাতেই । তবে পরবর্তীতে পপ মিউজিকের দিকেই ঝুঁকে পড়েন তিনি।
পপ ছাড়াও তিনি রবীন্দ্রসঙ্গীত, ফোক, আধুনিক, ইউরোপিয়ান ক্ল্যাসিকাল, সব ধারাতেই গাইছেন। এই হরেক রকম গান গাইতেই তিনি স্বাচ্ছন্দবোধ করেন।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment