সিরিয়ায় তৎপর রয়েছে ফ্রান্সের অন্তত ৮০০ সন্ত্রাসী: প্রধানমন্ত্রী





সিরিয়ায় তৎপর পশ্চিমা জঙ্গি (ইনসেটে ফরাসি প্রধানমন্ত্রী)

সিরিয়ায় অন্তত ৮০০ ফরাসি জঙ্গি যুদ্ধ করছে
বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস। মঙ্গলবার ফ্রান্সের
বিএফএমটিভি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিরিয়ার বিদেশি
মদদপুষ্ট সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধরত ফরাসি নাগরিকদের সংখ্যা আগের ধারণার
চেয়ে অনেক বেশি।






এর আগে ফরাসি সরকার মনে করতো, সিরিয়ায় দেশটির ৩০০ থেকে ৪০০ নাগরিক যুদ্ধ করছে।





ফরাসি প্রধানমন্ত্রী সতর্কতা উচ্চারণ করে
বলেন, এসব জঙ্গি যখন ফ্রান্সে ফিরে আসবে তখন দেশটির জন্য অপ্রত্যাশিত
নিরাপত্তা সংকট তৈরি করবে। ভ্যালস বলেন, “আমরা এর আগে কখনো এ ধরনের
চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। নিঃসন্দেহে এটি আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর
হুমকি।”





সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে
গুলিবর্ষণের ঘটনায় একজন ফরাসি নাগরিক আটক হওয়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ
করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। সিরিয়ার জঙ্গিদের সঙ্গে জড়িত ফরাসি নাগরিক
মেহদি নেমুশে’কে গত ২৪ মে ব্রাসেলসের ইহুদি যাদুঘরে হামলার দায়ে আটক করা
হয়। প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মোলিন জানিয়েছেন, ফ্রান্সের পুলিস
নিমোশে’কে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মার্সেই থেকে আটক করা হয়। বাসে
করে হল্যান্ডের  রাজধানী আমস্টার্ডাম থেকে ফ্রান্সে ঢোকার পর তাকে আটক করা
হয়।




আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ সিরিয়ায়
তৎপর সন্ত্রাসীদের অন্যতম পৃষ্ঠপোষক হলেও এখন এসব সন্ত্রাসী পশ্চিমা
দেশগুলোর জন্য ব্যুমেরাং হাতে শুরু করেছে। এসব সন্ত্রাসী গলা কেটে মানুষ
হত্যাসহ অন্যান্য নৃশংসতার প্রশিক্ষণ পাচ্ছে সিরিয়ায়। ফলে তারা যখন নিজ নিজ
দেশে ফিরে যাবে তখন এসব প্রশিক্ষণ পশ্চিমা নাগরিকদের ওপর প্রয়োগ করতে পারে
বলে শঙ্কিত হয়ে পড়েছে সিরিয়ার সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক দেশগুলো।

(রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment