চট্টগ্রামে প্রবল বর্ষণ: দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, রেড অ্যালার্ট জারি




চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায়
অতিবৃষ্টির ফলে দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত হওয়া ব্যক্তির
নাম মো. আসলাম (২২)। তিনি পেশায় নির্মাণ শ্রমিক, বাড়ি রাজশাহীতে। ওই
দুর্ঘটনায় আহতরা হলেন- মামুন (২৮) ও হেফাজুল ইসলাম (৩০)।  






স্থানীয় সূত্রে জানা গেছে, দু’দিনের টানা
বৃষ্টিপাতের মধ্যে শুক্রবার রাত তিনটার দিকে রহমান নগরের হিলভিউ আবাসিক
এলাকায় বাইতুল জান্নাত জামে মসজিদের পাশের একটি কাঁচা বসতঘরের উপর সীমানা
দেয়াল ধসে পরলে ওই ঘরে ঘুমন্ত তিন নির্মাণশ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। হাসাপাতালে
নেয়ার পর ভোর ছয়টার দিকে আসলামের মৃত্যু হয়। আহত বাকি দুজন হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।





এদিকে, প্রবল বর্ষণের ফলে নগরীর বেশিরভাগ
নিচু এলাকা হাটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন
নগরবাসী। মুরাদপুর ও বহদ্দারহাটসহ নগরীর প্রধান প্রধান সড়কগুলো তলিয়ে
যাওয়ায় আটকা পড়েছে শত শত যানবাহন।




উদ্ভুত পরিস্থিতিতে নগরীর পাহাড়ী
জনবসতিপূর্ণ এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাহাড় ধসে
প্রাণহানি এড়াতে সকাল থেকেই প্রশাসন ঐসব এলাকায় মাইকিং করে।




 সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment