ভারতে "গণধর্ষণের পর গাছে ঝুলিয়ে হত্যা" ঘটনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ




ভারতের উত্তর প্রদেশে গণধর্ষণের পর দুই
কিশোরী বোনকে গাছে ঝুলিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ
মহাসচিব বান কি মুন।






এক বিবৃতিতে তিনি বলেছেন, “মাত্র
দু’সপ্তাহহের মধ্যে নাইজেরিয়া থেকে পাকিস্তান, ক্যালিফোর্নিয়া থেকে ভারতে
নারী ও অল্পবয়সী মেয়েদের ওপর অত্যাচারের যে সব খবর এসেছে তা আমরা সহ্য করতে
পারি না৷‌ এর মধ্যে ভারত থেকে যে দুই অল্পবয়সী কিশোরীকে নারকীয় গণধর্ষণ,
গাছে ঝুলিয়ে হত্যার খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন৷‌”


  


বান কি মুনের বিবৃতিতে বোঝা যাচ্ছে,
সমাজবাদী পার্টি সভাপতি মুলায়ম সিং যাদবের বিতর্কিত মম্তব্যটি সম্পর্কেও
তিনি অবহিত। ধর্ষণের অপরাধীর মৃত্যুদণ্ডের বিরোধিতা করে মোরাদাবাদে জনসভায়
মুলায়ম বলেছিলেন, ‘“ছেলেরা তো ছেলেই। মাঝেমধ্যে তারা ভুল করে ফেলে। তাই বলে
তাদের ফাঁসির সাজা দেয়া মোটেই উচিত নয়।“





কি মুন তাঁর বিবৃতিতে বলেছেন, ‘ছেলেরা তো
ছেলেই’ এ জাতীয় মম্তব্য দায়িত্বজ্ঞানহীন, সমাজ ধ্বংসকারী৷‌ সমাজের উচিত এ
ধরনের মম্তব্য, ধারণা প্রত্যাখ্যান করা।





‌এদিকে, বদায়ুঁতে নিহত দুই দলিত কন্যার
ময়না তদম্তের রিপোর্টে জানা গেছে, কাটরা গ্রামে গণধর্ষণের পর যখন তাদের
গাছে ঝুলিয়ে দেয়া হয়, তখনও তারা জীবিত ছিল৷‌ ফাঁস লেগেই তারা মারা গেছে৷‌





বদায়ুর চাঞ্চল্যকর এ ঘটনায় ২ পুলিশকর্মীসহ
৫ জন গ্রেফতার হয়েছে৷‌ দু’জন এখনও পলাতক৷‌ এ ঘটনা নিয়ে সারা দেশ তোলপাড়
হওয়ায় মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব চাপের মুখে সিবিআই তদন্তের নির্দেশ
দিয়েছেন। তিনি এও বলেছেন, “অন্যান্য রাজ্যেও ধর্ষণের ঘটনা ঘটছে, সংবাদ
মাধ্যম তো বদায়ুঁর মতো করে তা প্রচার করছে না৷‌”





অবশ্য কেন্দ্রের নতুন সরকারের স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী কিরণ রিজিজু, অখিলেশের মম্তব্যকে নাকচ করে দিয়ে বলেছেন,
বদায়ুঁর ঘটনা শুধু উত্তরপ্রদেশের নয়, গোটা দেশের জন্য উদ্বেগের বিষয়৷‌
অন্যান্য রাজ্যেও এমন হয় বলে বদায়ুঁর ঘটনাকে এড়িয়ে যেতে পারেন না
মুখ্যমন্ত্রী৷‌


(রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment