৩ জুলাই পর্যন্ত বাজেট অধিবেশন চলবে




দশম সংসদের প্রথম বাজেট অধিবেশন মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে। এ অধিবেশন আগামী ৩ জুলাই পর্যন্ত চলবে এবং বিকেল চারটা থেকে কার্যদিবস শুরু হবে। তবে ২৮ ও ২৯ জুনের অধিবেশন সকালেও বসবে বলে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, দ্বিতীয় অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশন-২০১৪ আগামী ৩ জুলাই পর্যন্ত চলবে এবং প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল চারটায় শুরু হবে। তবে ২৮ ও ২৯ জুন অধিবেশন সকালেও বসবে। প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আগামী ৫ জুন বিকেল সাড়ে তিনটায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করবেন। পেশকৃত বাজেটের উপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহিত হয়। আর আগামী ২৯ জুন বাজেট পাস হবে।

এছাড়া বৈঠকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সরকারি দিবস হিসেবে গণ্য হবে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। কমিটির সদস্য সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম্মদ এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আবুল হাসনাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল, আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়া সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। মঙ্গলবারের অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। সদ্য মরহুম সংসদ সদস্য নাসিম ওসমানকে স্মরণ করে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের সংসদ সদস্য কাজী  ফিরোজ রশিদ, শামীম ওসমান প্রমুখ।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment