কার কত হিম্মত- কামাল: আন্দোলনে জনসমর্থন নেই- মুহিত





আসাদুজ্জামান খান কামাল- আবুল মাল আব্দুল মুহিত

'দেশের মানুষ স্বস্তি ও শান্তিতে আছে'
দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'মানুষ
নির্বিঘ্নে চলাফেরা করতে চায়। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আওয়ামী লীগের
নেতা-কর্মীরাও মাঠে থাকবে। তখন দেখব কার কত হিম্মত।’






আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের
সামনে ‘আমরা নগরবাসী’ আয়োজিত ঈদ আনন্দ র‍্যালিপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। আসাদুজ্জামান খান বলেন,
‘আগামীকাল শুক্রবার থেকে পুরো দেশবাসী শোকের মাস হিসেবে পালন করবে। এই
শোকের মাসে বিএনপি আন্দোলনের কথা বলেছে। তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন
করুক আমাদের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে গত ৫ জানুয়ারির
নির্বাচনের আগের মতো জ্বালাও-পোড়াও, পেট্রল ঢেলে বাসে আগুন দিয়ে মানুষ
হত্যার মতো জঘন্য কাজ করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে যা যা দরকার, তাই
করবে।’





ওই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।





এদিকে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
বলেছেন, 'দেশের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক
দলের পক্ষেই আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। কোনো আন্দোলনেই জনগণের সমর্থন
পাওয়া যাবে না।'





ঈদের ছুটি শেষে আজ বৃহস্পতিবার সকালে
সচিবালয়ে প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।





ঈদের পর বিএনপির সরকার পতনের আন্দোলনে
নামার ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'বিএনপি যে আন্দোলনের
ডাক দিয়েছে তা সফল করার মতো কোনো ধরনের শক্তি আর নাই। জনগণ তাদের সঙ্গে
নাই। জনগণের সমর্থন ছাড়া কোনো অবস্থাতেই আন্দোলন সফল করা সম্ভব নয়।'





আন্দোলন হলে অর্থনীতিতে এর প্রভাব
প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'আন্দোলন হলে মানুষ যদি চলাচল করতে
না পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি না হয় তাহলে অর্থনীতিতে এর প্রভাব
পড়বেই। যারা আন্দোলন করেন তারাও সেটা জানেন।'




এ সময় অর্থ প্রতিমন্ত্রী এম এ  মান্নান,
অর্থসচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম
আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


  সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment