আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলি: নিহত ৭




আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি
বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত ও আরো সাতজন আহত
হয়েছে। গতরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে।  পুলিশ এ ঘটনাকে
‘গণহত্যা’ বলে অভিহিত করেছে।






কর্তৃপক্ষ বলছে, হামলাকারী বন্দুকধারীও
পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। তবে, ওই হামলাকারী কেন এ হত্যাকাণ্ড
ঘটিয়েছে তা স্পষ্ট নয়। হামলাকারী একটি বিএমডাব্লিউ গাড়িতে করে এসে কয়েকটি
ব্যস্ত এলাকায় নির্বিচারে গুলি চালায়। পুলিশ এরইমধ্যে লিখিত ও ভিডিওটেপের
তথ্য-প্রমাণ খতিয়ে দেখছে এটা কোনো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড কিনা।  





সান্তা বারবারা কাউন্টির শেরিফ বিল ব্রাউন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুলিশ নয়টি অপরাধের স্থান চিহ্নিত করেছে।




পুলিশ কর্তৃপক্ষ মনে করছে- হামলাকারী একাই
সব হত্যা করেছে এবং হুমকি দিয়ে ইউটিউবে আপডেট করা একটি ভিডিও চিত্র
বিশ্লেষণ করে দেখছে। তবে, সন্দেহভাজন ব্যক্তির নাম তারা এখনো প্রকাশ করে
নি।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment