মৃতরাও কথা বলবে স্কাইপিতে!!




মরণের পরও চ্যাট করা যাবে স্কাইপিতে,এ যেন এক অমরত্বের সুযোগ। আর এর পিছনে অবদান ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামার এর একদল  সুদক্ষ ডেভলপার। যাদের দীর্ষ গবেষণা ফলে এবার থেকে মৃত মানুষদের সঙ্গেও কথা বলা যাবে স্কাইপিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট নিয়ে আসছে এমনই এক ভার্চুয়াল অবতার যার দ্বারা প্রিয় মৃত মানুষদের সঙ্গে স্কাইপিতে কথা বলতে পারবে তার প্রিয়জনেরা।



ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই ওয়েবসাইটের নাম ‘ইটারনি ডট মি।’http://eterni.me/



এই ওয়েবসাইটের মাধ্যমে কোন মানুষের মৃত্যুর পর তাকে ডিজিটালি পূণর্গঠন করা যাবে। সেই মানুষের জীবিত অবস্থার চ্যাট লগ, সোশ্যাল নেটওয়ার্কিং তথ্য, ছবি, ই-মেলের সাহায্যে সেই মানুষের স্মৃতি ও তার আদব কায়দা বানানো যাবে।



ওয়েবসাইটটি জানায়, ‘জীবদ্দশায় সৃষ্ট সমস্ত তথ্য সংগ্রহ করে জটিল কৃত্রিম ইন্টালিজেন্স অ্যালগরিদম ব্যবহার করে পূণর্গঠন করে তাকে।’



সেখান থেকেই সৃষ্ট হবে নতুন চরিত্র। এমন এক অবতার যার ব্যক্তিত্ব হুবুহু মিলে যাবে মৃত মানুষের চরিত্রের সঙ্গে। আপনার সঙ্গে কথা বলা, তথ্য দেওয়া, কোনও ব্যাপারে পরামর্শ দেওয়া সবকিছুই করতে পারবে এই অবতার। এটি এমন একটি স্কাইপি যে চ্যাট করবে অতীত থেকে।



ওয়েব সাইটটি লাইভ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার পেজ ভিউ ও ১৪ হাজার ই-মেল রেজিস্ট্রেশন এসেছে ওয়েবসাইটে।


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment