কুমিল্লায় ছাত্রলীগের গোলাগুলি, এমপির ভাইপো নিহত




কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এর জের ধরে কলেজ সংলগ্ন এক ছাত্রলীগ নেতার বাড়িতে ঢুকে প্রতিপক্ষ অতর্কিত হামলা, ভাঙচুর ও গুলি চালায়। এসময় বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে বেসরকারি নিরাপত্তা সংস্থা গার্ড বাংলাদেশের পরিচালক আহসান হাবিব সুমু নিহত হন। এছাড়া আরো দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গতকাল দুপুরে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমু কুমিল্লা সদর আসনের সরকারদলীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তি ও কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন সমর্থিত কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম রিন্টু ও ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।



গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রিন্টু গ্রুপের অনুসারী নগরীর মুন্সেফবাড়ি ইউনিট ছাত্রলীগের আহ্বায়ক সজিব চক্রবর্তী গিট্টুর ছোটভাই ছুট্টু চক্রবর্তীকে কলেজের সামনে পেয়ে রাসেল গ্রুপের লোকজন তাকে মারধর করে। পরে ছুট্টুর নেতৃত্বে মুন্সেফবাড়ি এলাকা থেকে ছাত্রলীগকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুনরায় কলেজে গিয়ে রাসেল গ্রুপের ওপর হামলা চালায়। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে প্রতিপক্ষ রাসেল গ্রুপ সংঘবদ্ধ হয়ে কলেজের কাছে রিন্টু গ্রুপের মুন্সেফবাড়ি এলাকায় গিট্টু চক্রবর্তীর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা বেসরকারি নিরাপত্তা সংস্থা গার্ড বাংলাদেশের পরিচালক আহসান হাবিব সুমু (৩৫) হামলাকারীদের নিবৃত্ত করতে ঘটনাস্থলে গেলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় সুমু মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুমুকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



নিহত সুমু স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিনের চাচাতো ভাই সাবেক ব্যাংক কর্মকর্তা মৃত ওমর ফারুকের পুত্র। নিহত সুমুর একমাত্র সন্তান আহসান ইয়ামিন (৯) নগরীর অ্যাথনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এদিকে সংঘর্ষে ছাত্রলীগ নেতা গিট্টু চক্রবর্তীর চাচাত ভাই পান্না চক্রবর্তীর পুত্র প্রিতম চক্রবর্তী পিংকু (২৫) ও অপর চাচাত ভাই চুন্নী চক্রবর্তীর পুত্র প্রিয়ম চক্রবর্তী রনি (২১) গুলিবিদ্ধ হন। এদের মধ্যে পিংকুকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওদিকে নিহত সুমুর স্ত্রী আরিফা আক্তার সোমা কান্নায় ভেঙে পড়ে তার স্বামীর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।



কোতোয়ালি মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, ময়নাতদন্ত শেষে বিকাল ৪টার দিকে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ দেখে নিহতের স্ত্রী ও তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় নগরীতে উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment