সিরিয়া নিয়ে নতুন ষড়যন্ত্র: বিদেশী গোয়েন্দারা বসছেন তুরস্কে




২৭ মে (এন জি ও আর জি): সিরিয়ায় সংঘাত জিইয়ে রাখতে তুরস্কের
আনতাকিয়া শহরে বৈঠকে বসতে যাচ্ছে বিভিন্ন দেশের গোয়েন্দা কর্মকর্তারা।
সিরিয় সেনাবাহিনীর চলমান বিজয় অভিযান ঠেকানোর বিষয়ে কর্মপন্থা ঠিক করবেন
তারা। সিরিয়ার সীমান্তবর্তী শহরে অনুষ্ঠেয় এ বৈঠকে আমেরিকা, ব্রিটেন,
ফ্রান্স, সৌদি আরব, কাতার ও তুরস্কের গোয়েন্দা কর্মকর্তারা অংশ নেবেন।
আগামী সপ্তাহে এ বৈঠক হতে পারে।



আলেপ্পোতে নতুন করে শাক্তি বাড়ানোর
পরিকল্পনা রয়েছে সিরিয়া বিরোধী দেশগুলোর। এসব দেশ যুদ্ধরত গেরিলাদেরকে আরও
বেশি সহযোগিতা দিয়ে সিরিয়ার সেনাবাহিনীর বিজয় ঠেকিয়ে রাখতে চাইছে।

সম্প্রতি  সিরিয়ার সেনাবাহিনী দেশটির
গুরুত্বপূর্ণ শহরগুলো গেরিলাদের হাত থেকে মুক্ত করেছে। এর ফলে দিনকে দিন
বিদেশি মদদপুষ্ট গেরিলাদের প্রভাব ও শক্তি কমে আসছে। আর এতে উদ্বিগ্ন হয়ে
পড়েছে গেরিলাদের সহযোগী শক্তি। গত ২৩ মে সেনাবাহিনী আলেপ্পোর প্রধান
কারাগারের ওপর গেরিলাদের দীর্ঘ দিনের অবরোধ ভেঙে দিতে সক্ষম হয়েছে।
একইসঙ্গে আলেপ্পোতে বিদেশি গেরিলাদের প্রবেশের চেষ্টাও ব্যর্থ করেছে। ২০১১
সালের মার্চ থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চলছে।


২৬ মে (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment