মার্কিন সামরিক ঘাঁটির প্রস্তাব নাকচ করল আলজেরিয়া




মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া।






স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আফ্রিকা
মহাদেশে বিমান ও ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানোর অংশ হিসেবে আলজেরিয়ায়
একটি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু আলজেরিয়ার
সরকার তা নাকচ করে দেয়।





২০০৮ সালে মার্কিন সামরিক বাহিনী আফ্রিকান কমান্ড প্রতিষ্ঠা করে তবে আজ পর্যন্ত কোনো দেশ এর সদরদপ্তর প্রতিষ্ঠা করতে দিতে রাজি হয়নি।





এদিকে, আলেজিয়া সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা
করতে দিতে রাজি না হওয়ায় আমেরিকা আগের চুক্তি মোতাবেক আলজিয়ার্সের কাছে
ড্রোন বিক্রি করবে না। এ কথা জানিয়েছেন আলজেরিয়ায় নিযুক্ত মার্কিন
রাষ্ট্রদূত হেনি এনশের।





তিনি বলেছেন, আলজেরিয়ার কাছে ড্রোন বিক্রি করতে গেলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ আরো কয়েকটি চুক্তি এবং সহযোগিতার দরকার হবে।




২০১৩ সালে আলজেরিয়ার একটি গ্যাস প্লান্টে
পণবন্দি উদ্ধারের জন্য আমেরিকা ড্রোনের মাধ্যমে অভিযান পরিচালনা করেছিল।
তবে সে অভিযানে মাত্র দু জন মার্কিন নাগরিককে উদ্ধার করতে সক্ষম হয়
আমেরিকা।



No comments:

Post a Comment