ইউক্রেনের সেনা অভিযানে অংশ নিয়েছে ভাড়াটে মার্কিন সেনা!




ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযানে প্রায় ৪০০ মার্কিন ভাড়াটে সেনা অংশ নিয়েছে।





এ সব সেনা সরবরাহ করেছে ইরাকে গণহত্যার সঙ্গে জড়িত মার্কিন কুখ্যাত সাবেক নিরাপত্তা সংস্থা ব্ল্যাকওয়াটার। বর্তমানে এ সংস্থা অ্যাকাডেমি নামে তৎপর রয়েছে। জার্মান সংবাদপত্র ‘দ্যা বিল্ড অ্যাম সোনানট্যাগ’-এর বরাত দিয়ে আজ (রোববার) এ খবর দিয়েছে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি।



গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, দোনেতস্ক অঞ্চলের স্লাভিয়ানস্ক শহরে রুশপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কিয়েভের সেনা অভিযানে অ্যাকাডেমি'র ভাড়াটে সেনারা অংশ নিয়েছে।



জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি গত ২৯ এপ্রিল এ বিষয়টি দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সরকারকে অবহিত করেছে। অবশ্য এ সব ভাড়াটে সেনাদের ব্যয়ভার কে বহন করছে বা কে এ দলের নেতৃত্ব দিয়েছেন সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায় নি।



গত মার্চে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী কিয়েভ সরকার অন্তত ৩০০ ভাড়াটে সেনা নিয়োগের পরিকল্পনা করছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কথিত ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে নয়া সরকারের সেনা অভিযান শুরুর আগেই এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।



No comments:

Post a Comment