ঘেরাও হচ্ছে রাশিয়া: জর্জিয়ায় পৌঁছল মার্কিন যুদ্ধজাহাজ




ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মাঝে জর্জিয়ায়
এসে পৌঁছেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন দূতাবাস আজ (বৃহস্পতিবার) এ
তথ্য জানিয়েছে। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোর মিত্র দেশগুলোর
সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার মার্কিন প্রতিশ্রুতির অংশ হিসেবে যুদ্ধজাহাজ
‘ইউএসএস টেইলর’ জর্জিয়ায় পৌঁছেছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারের
জন্য আমেরিকা ও জর্জিয়া তৎপরতা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। মার্কিন
যুদ্ধজাহাজটি কৃষ্ণ সাগরে জর্জিয়ার সঙ্গে আমেরিকার যৌথ মহড়ায় অংশ নেবে।






বর্তমানে ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও
পাশ্চাত্যের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনার মাঝেই রাশিয়ার
আশেপাশের দেশগুলোতে সমরশক্তি বাড়িয়ে চলেছে ন্যাটো। বাল্টিক ও কৃষ্ণ সাগরীয়
অঞ্চলে ন্যাটোর শক্তি আরও বাড়ানো হবে বলে সংস্থাটির মহাসচিব এন্ডার্স ফগ
রাসমুসেন সম্প্রতি ঘোষণা করেছেন।




আমেরিকাসহ পাশ্চাত্য অভিযোগ করেছে, ইউক্রেনে সহিংসতা উস্কে দিচ্ছে রাশিয়া। তবে প্রথম থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো।



No comments:

Post a Comment