চীনের নাকের ডগায় মার্কিন-ফিলিপাইন মেরিন সেনাদের যৌথ মহড়া




দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে
মেরিন সেনাদের মহড়া চালিয়েছে আমেরিকা ও ফিলিপাইন। মহড়ায় দু দেশের সেনারা
কল্পিত শত্রুর বিরুদ্ধে হামলা চালায়।






দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে
ফিলিপাইনসহ কয়েকটি প্রতিবেশি দেশের যখন জোরালো দ্বন্দ্ব চলছে তখন এ মহড়া
চলানো হচ্ছে। অবশ্য, আমেরিকা ও ফিলিপাইন বলছে- এটা তাদের বার্ষিক মহড়া।





আমেরিকা ও ফিলিপাইনের যৌথ মহড়ায় ৫,৫০০
সেনা অংশ নিচ্ছে। আজকের মহড়া চলেছে বিতর্কিত স্কারবোরাফ শোয়াল উপকূলে। এ
এলাকাটি দু বছর আগে চীন দখল করে নিয়েছিল।





আজকের মহড়ায় ফিলিপাইনের দুটি জাহাজ হামলা
পরিচালনার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। তবে, মহড়ায় সুনির্দিষ্ট কোনো দেশকে
শত্রু কল্পনা করা হয়নি বলে জানান মার্কিন সামরিক মুখপাত্র কাপ্টেন জেরেমি
শিয়ের।




দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে
প্রতিবেশি দেশগুলোর দ্বন্দ্বে আমেরিকা বেইজিংয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে।
এতে ওই এলাকার উত্তেজনা আরো বেড়ে গেছে।



No comments:

Post a Comment