স্বস্তিকা মুখোপাধ্যায় গতকাল আত্মহত্যার চেষ্টায় রক্তাক্ত কব্জি নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি নাকি কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন। টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে একদিকে কেরিয়ার, তো অন্যদিকে পারিবারিক, বিশেষ করে ব্যক্তিগত সমস্যায় জর্জড়িত হয়েই স্বস্তিকার এরকম পদক্ষেপ নেওয়া।
অন্যদিকে নিউটাউন থানার পুলিশ গ্রেফতার করল নাট্যকার সুমন মুখোপাধ্যায়কে। যদিও স্বস্তিকার এই দুর্ঘটনার ভিত্তিতে পুলিশের কাছে কোন অভিযোগ করা হয়নি।
তবে জানা গেছে, স্বস্তিকার হাত কেটে যাওয়া এবং পরিচালক সুমন মুখোপাধ্যায়ের গ্রেফতারের ঘটনা যেন এক সূত্রেই গাঁথা।
স্বস্তিকার পরিবারের তরফে গল্ফগ্রিনের একটি ঠিকানা দেওয়া হয়। কিন্তু পুলিশ সেই ঠিকানায় তেমন কোন ঘটনার সূত্র খুঁজে পাননি। পরে অন্য একটি সূত্রে মাধ্যমে নিউটাউনের একটি হোটেল থেকে এই ঘটনার হদিশ পায় পুলিশ। হোটেলের ভিডিও ফুটেজ থেকে এই ঘটনার প্রমাণও মেলে।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' নিয়ে ছবি তৈরির করার সময়ই পরিচালক সুমন মুখোপাধ্যায়ের কাছে আসেন স্বস্তিকা। এই ছবিতে তাঁকে দেখা যাবে কেটি-র চরিত্রে। আর তা থেকেই জন্ম নয়, নতুন সর্ম্পক। নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় 'শেষের কবিতা'। সেই খুশির পার্টিতেই এসেই ওয়াইন গ্লাস ভেঙে আহত হওয়র কাণ্ড।
হোটেল কর্তৃপক্ষের কথা অনুযায়ী, সুমন মুখোপাধ্যায় মদ্যপ অবস্থায় মারধর করেন হোটেলের কর্মচারীদের। আর স্বস্তিকা সে ঘটনাতেই আহত হন।
No comments:
Post a Comment