ব্রিটেনের একটি সামরিক স্থাপনাকে গোয়েন্দা
ঘাঁটি হিসেবে গড়ে তোলার জন্য আমেরিকা ৩১ কোটি ডলারের বেশি ব্যয় করবে।
আরএএফ ক্রোটন নামের ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর এ স্থাপনাকে আমেরিকার
ভূখণ্ডের বাইরে সর্ববৃহৎ মার্কিন গোয়েন্দা ঘাটিতে পরিণত করা হবে।
ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারে
অবস্থিত ব্রিটিশ বিমান বাহিনীর এ স্থাপনাকে মার্কিন গোয়েন্দা ঘাঁটি হিসেবে
নির্মাণের কাজ ২০১৭ সালে শেষ হবে বলে আশা করা হচ্ছে। আরএএফ ক্রোটন ঘাঁটি
থেকে আফ্রিকা মহাদেশে মার্কিন গোয়েন্দা তৎপরতা চালানো হবে। এ ঘাটিতে
ব্রিটেনের গোয়েন্দা প্রতিনিধিসহ ১,২৫০ ব্যক্তিকে নিয়োগ করা হবে এবং এর
মধ্যে ব্রিটিশ সরকারের আড়িপাতার কেন্দ্র জিসিএইচকিউ’র প্রতিনিধিরাও থাকবেন
বলে ধারণা করা হচ্ছে। নির্মাণ শেষ হওয়ার পর এটি বিশ্বমানের যুদ্ধ সহায়তা
দেয়ার উপযুক্ত কেন্দ্র হয়ে উঠবে। আমেরিকা ও পশ্চিমা স্বার্থ বিরোধী তৎপরতার
বিরুদ্ধে হামলার উদ্দেশ্যে এ ঘাঁটি নির্মাণ করা হচ্ছে বলে এরইমধ্যে ঘোষণা
দেয়া হয়েছে।
বর্তমানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা
সংস্থা সিআইএ'র এজেন্টদের যোগাযোগের রিলে স্টেশন হিসেবে এ ঘাঁটি ব্যবহৃত
হচ্ছে। ইয়েমেনে মার্কিন ড্রোন হামলা আরএএফ ক্রোটন ঘাঁটি থেকে চালানো হয় বলে
ধারণা করা হয়। এ ছাড়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ড্রোন হামলা সমন্বয়ের কাজও
এখান থেকেই হয়ে থাকে। এ ঘাঁটির সঙ্গে জিসিএইচকিউ’র সরাসরি যোগাযোগ আছে
বলেও অনেকে মনে করেন। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে আমেরিকার গোয়েন্দা
ঘাঁটি রয়েছে। দুনিয়াজোড়া এ সব ঘাঁটি যে সব গোয়েন্দা তথ্য উপাত্ত সংগ্রহ করে
তা আরএএফ ক্রোটনের মাধ্যম ওয়াশিংটনে পাঠানো হয়।
মার্কিন জাতীয়
নিরাপত্তা সংস্থা এনএসএ’র সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্লোডেনের
পক্ষ থেকে গত বছর ফাঁস করে দেয়া নথিপত্রে আমেরিকার চাঞ্চল্যকর আড়িপাতার
বিষয়টি ফাঁস হয়ে গেছে। এতে দেখা গেছে, ‘ফাইভ আইজ’ বা ‘পঞ্চ চক্ষু’ নামে
পরিচিত আমেরিকাসহ ইংরেজিভাষী পাঁচ দেশ বিশ্বের শীর্ষস্থানীয় নেতা ও
রাজনীতিবিদের বিরুদ্ধে নিয়মিত আড়ি পাতছে এবং গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। এ
তৎপরতার হাত থেকে রেহাই পায়নি আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত
দেশগুলিও।
১৯ মে (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment