২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড়
পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪২ হাজার ২৭৬ জন
শিক্ষার্থী।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ। গতবার জিপিএ ৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন শিক্ষার্থী।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৩৩১ জন।
আজ
শনিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের
কপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বোর্ডের
চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে
সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। তবে
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে বেলা দুইটার দিকে।
গত ৯
ফেব্রুয়ারি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা
বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল)
পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ২২ মার্চ। এবার মোট
পরীক্ষার্থী ১৪ লাখের কিছু বেশি।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment