ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের প্রাথমিক
ফলাফলে হিন্দুত্ববাদী দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশ
সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। লোকসভার ৫৪৩টি আসনের খসড়া ফলাফল প্রকাশিত
হয়েছে। এরমধ্যে বিজেপি ৩৪০, কংগ্রেস ৫৭ এবং অন্যান্যরা ১৪৬টি আসনে এগিয়ে
আছে। তৃতীয় স্থানে রয়েছে এডিএমকে। তারা জিতেছে ৩৭টি আসনে। পশ্চিমবঙ্গের
শাসকদল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৩টি আসন।
ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৭২টি
আসন। কিন্তু প্রয়োজনীয় আসনের চেয়েও বেশি পাওয়ার সম্ভাবনা দেখা দেয়ার বিজেপি
নেতৃত্বাধীন জোট যে আবার ক্ষমতায় আসছে তা নির্দ্বিধায় বলা যায়।
আজ (বৃহস্পতিবার) সকাল আটটায় লোকসভা
নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। গত ৭ এপ্রিল থেকে শুরু হয়ে নয় দফার এই
ভোট গ্রহণ পর্ব শেষ হয় ১২ মে। ভোট নেয়া হয় ভারতের ২৯টি রাজ্য ও সাতটি
কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৩টি আসনের। নয় লাখ ৩০ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণ
করা হয়। আজ এই নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে ৯৮৯টি গণনা কেন্দ্রে। এই
গণনায় ভাগ্য নির্ধারিত হবে আট হাজার প্রার্থীর। ভারতের ইতিহাসে এবারই
রেকর্ডসংখ্যক ৬৬ দশমিক ৪ শতাংশ ভোট পড়ে। ভোটারসংখ্যা ছিল ৮০ কোটি ১৪ লাখ।
ভোট দেন ৫৫ কোটি ১০ লাখ ভোটার।
এবার ভোট নেয়া হয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৩০৬টি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
ভোট গণনা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, এ
লক্ষ্যে গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়োগ করা হয়েছে ১৩
হাজার ৬২৬ জন নিরাপত্তাকর্মী। থাকছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, র্যাফ ও
রেডিও ফ্লাইং স্কোয়াডও। প্রতিটি ভোটকেন্দ্রেই থাকছে তিন স্তরের
নিরাপত্তাব্যবস্থা। গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা আইন জারি
করা হয়েছে।
কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত ফলের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
১৬ মে (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment