রণতরীর গতিতে ইরান আমেরিকার চেয়ে দ্বিগুণ এগিয়ে




ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা
আইআরজিসি'র কমান্ডার আলী ফাদাভি বলেছেন, তার দেশের যুদ্ধ-জাহাজগুলোর গতি
মার্কিন যুদ্ধ জাহাজগুলোর চেয়ে দ্বিগুণ গতি-সম্পন্ন।





ইরান তার যুদ্ধ-জাহাজগুলোকে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর চেয়ে তিন গুণ বেশি গতি-সম্পন্ন করার পরিকল্পনা করছে বলে তিনি জানান।




কমান্ডার আলী ফাদাভি জানিয়েছেন,
মার্কিন যুদ্ধ জাহাজগুলোর গতি কয়েক বছর আগ পর্যন্ত ছিল ৩১ নড। ইরান তার
যুদ্ধ জাহাজগুলোর গতি ৮০ নডে উন্নত করতে চায় বলে তিনি উল্লেখ করেন।



ফাদাভি বলেছেন, " আমেরিকানরা মনে করে
যে তারা একটি অপ্রচলিত বা ভারসাম্যহীন যুদ্ধের মুখে রয়েছে। এর কারণ হল ১৯৮৭
সালে সংঘটিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ। তারা ইরানকে
হুমকি বলে উল্লেখ করে, অথচ তারাই হল নানা হুমকির উৎস।"


৭ মে (রেডিও তেহরান)


No comments:

Post a Comment