পূর্ব ইউরোপে স্থায়ী উপস্থিতির পরিকল্পনা
করছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো। ইউরোপে নিযুক্ত ন্যাটোর
শীর্ষ কমান্ডার ও মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল ফিলিপ ব্রিডলভ এ
কথা জানিয়েছেন।
ইউক্রেনের কাছে ন্যাটো সেনা স্থায়ীভাবে
মোতায়েন করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে ফিলিপ বলেন “এটা এমন একটা বিষয়
যা আমরা বিবেচনা করছি এবং নেতাদের সঙ্গে আলোচনা করে ঠিক করব কোথায় তা করা
যায়।”
কানাডার রাজধানী অটোয়া সফরের সময় তিনি
বলেন, ন্যাটো তার সেনাদের নিয়ে পূর্ব ইউরোপ সম্পর্কে স্বল্প মেয়াদি বেশ
কিছু রুটিন করেছে তবে এগুলো ২০১৪ সালের মধ্যেই শেষ হয়ে যাবে।
জেনারেল ফিলিপ বলেন, ইউক্রেনের পূর্ব সীমান্তের ঘটনাবলীতে ন্যাটো এখন ইউরোপে তার শক্তি বাড়ানোর কথা ভাবছে।
এদিকে, রাশিয়া ঘোষণা করেছে যে, কৃষ্ণ
সাগরের নৌবহরকে আরো শক্তিশালী করার জন্য চলতি বছরের মধ্যেই ক্রিমিয়ায় বাড়তি
সেনা মোতায়েন কো হবে। এতে বিমান প্রতিরক্ষা ও মেরিন সেনা থাকবে বলে
জানিয়েছে মস্কো। ক্রিমিয়া হচ্ছে- ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় একটি এলাকা এবং
রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার জন্য সেখানকার সংসদ সম্প্রতি ভোট দিয়েছে।
৭ মে (রেডিও তেহরান)
No comments:
Post a Comment