উত্তর কোরিয়া আজ (বুধবার) হুঁশিয়ারি দিয়ে
বলেছে, বিতর্কিত পিত সাগর সীমান্তে দক্ষিণ কোরিয়ার সামান্যতম উস্কানির
জবাবে তার যুদ্ধ-জাহাজগুলোর ওপর কোনো সতর্ক সংকেত না দিয়েই হামলা চালাবে
পিয়ংইয়ং।
আজ উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী বলেছে,
দক্ষিণ কোরিয়া এমন সময় পরিকল্পিতভাবে বড় ধরনের উস্কানিতে জড়িত হয়েছে যখন
পিয়ংইয়ং-এর নৌযানগুলো এ অঞ্চলে অবৈধভাবে মাছ শিকাররত চীনা নৌকাগুলোকে ধাওয়া
করছিল। তাই ভবিষ্যতে বিতর্কিত পিত সাগর সীমান্তে দক্ষিণ কোরিয়ার
সামান্যতম উস্কানির জবাবে তার যুদ্ধ-জাহাজগুলোর ওপর কোনো সতর্ক সংকেত না
দিয়েই হামলা চালাবে উত্তর কোরিয়া।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার একটি টহল নৌযান
গতকাল এই সাগর-সীমান্ত অতিক্রম করার পর দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধ-জাহাজ
সতর্কতামূলক গুলি ছুঁড়ে প্রতিক্রিয়া দেখায়।
উত্তর কোরিয়ার টহল নৌযান ও মাছ ধরার ট্রলারগুলো প্রায়ই দক্ষিণ কোরিয়ার সাগর সীমানা লঙ্ঘন করে আসছে।
গত মাসে দক্ষিণ কোরিয়ায় মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের প্রাক্কালে উত্তর কোরিয়ার টহল নৌযানগুলো
এই বিতর্কিত সাগর সীমানা লঙ্ঘন করেছিল। পিয়ংইয়ং পিত সাগরের সীমানাকে
স্বীকৃতি দেয়নি। ১৯৯৯, ২০০২ ও ২০০৯ সালে এই সাগরে দুই কোরিয়ার মধ্যে
রক্তাক্ত নৌ-সংঘাত ঘটেছে।
মার্চ মাসে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার
সাগর-সীমায় শত শত গোলা বর্ষণ করে। জবাবে উত্তর কোরিয়ার সাগর-সীমায় প্রায়
১০০ গোলা বর্ষণ করে দক্ষিণ কোরিয় সেনারা।
২১ মে (রেডিও তেহরান)
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
hamla jokhon korai lagbe to deri kore lav ki..? akhoni start kora valo..sob dhongso hoye jak...
ReplyDelete