নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১১৮; বোকো হারামকে সন্দেহ



নাইজেরিয়ার একটি বাস টার্মিনালে ভয়াবহ জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১১৮ জন নিহত হয়েছে।






নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় জশ শহরে কয়েক
মিনিটের ব্যবধানে বোমা দু টির বিস্ফোরণ ঘটে। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব
স্বীকার করেনি তবে সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা তাকফিরি গোষ্ঠী
বোকো হারামকে দায়ী করেছেন।





হামলার পর প্রেসিডেন্ট জনাথন গুডলাক
বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে এ যুদ্ধে বিজয়ী হতে সরকার সম্পূর্ণভাবে
প্রতিশ্রুতিবদ্ধ এবং মানব উন্নয়ন ও সভ্যতার শত্রুদের এসব নারকীয় কর্মকাণ্ডে
সরকার ভীত হবে না।




একটি ট্রাক থেকে প্রথম বিস্ফোরণটি ঘটেছে
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার দিকে। এর ২০ মিনিট পর সেখানে দ্বিতীয়
বিস্ফোরণ ঘটে; সে সময় বিস্ফোরণস্থলে উদ্ধার তৎপরতা চলছিল। প্রত্যক্ষদর্শীরা
বলছেন, দ্বিতীয় বিস্ফোরণে বেশ কয়েকজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। প্রাদেশিক
গভর্নরের মুখপাত্র পাম আইয়ুবা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু
যাদের অনেকেই এত বেশি পুড়ে গেছে যে, শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

২১ মে (রেডিও তেহরান)


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment