সিরিয়ার ইদলিব প্রদেশে বিস্ফোরণ; ৩০ সরকারি সেনা নিহত








সিরিয়ার ইদলিব প্রদেশের মা’আরাত আল-নুমান শহরে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন সরকারি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।






ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। সংস্থাটির দেয়া তথ্য
অনুযায়ী, আল-নুমান শহরের বাইরে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা এ বিস্ফোরণ
ঘটিয়েছে।





ব্রিটেনভিত্তিক এ সংগঠন বলেছে, একটি সেনা
চেকপয়েন্টের নীচে সড়ঙ্গপথে কথিত ইসলামিক ফ্রন্ট ও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী
কয়েক টন বিস্ফোরক পেতে বিস্ফোরণ ঘটায়।





দেইর আজ-জোর শহরে আন-নুসরা ফ্রন্ট ও কথিত
ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট নামে দু’টি বিদ্রোহী গোষ্ঠীর
মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত হওয়ার একদিন পর এ
বিস্ফোরণ ঘটানো হলো। দুই গোষ্ঠীর সংঘর্ষে সম্প্রতি ১৫০ জনেরও বেশি
সন্ত্রাসী নিহত হয়েছে।




এদের সংঘর্ষে দেইর আজ-জোর শহর থেকে অন্তত ৬০ হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে।


 ৭ মে (রেডিও তেহরান)


No comments:

Post a Comment