বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ এখন ভয়ার্ত এক ত্রাসের জনপদে পরিণত হয়েছে। এর জন্য দায়ী অবৈধ, অনৈতিক বর্তমান আওয়ামী লীগ সরকার। তারা কেবল ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রের পথ রুদ্ধ করে খুন, গুম, হত্যা ও নির্যাতন চালাচ্ছে।
আজ (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কৃষক দলের সাবেক সভাপতি ও সাবেক এমপি মাহবুবুল আলম তারা’র মৃত্যুতে কৃষক দল আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, "আমরা বর্তমানে একটি শ্বাসরুদ্ধকর ভয়ংকর পরিস্থিতির মধ্যে বাস করছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে মিরপুরের কালশীতে ঘরের দরজা বন্ধ করে কীভাবে নৃশংসভাবে ৯ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এর আগে ফেনীতে প্রকাশ্য দিবালোকে রাস্তায় গাড়িতে আগুন দিয়ে ও গুলি করে উপজেলা চেয়ারম্যানকে হত্যা করা হলো। এছাড়াও নারায়ণগঞ্জে মানুষকে খুন করে পরে পেট কেটে ইট বেঁধে লাশ নদীতে ফেলে দেয়া হলো। এসবের জন্য বর্তমান অবৈধ ও অনৈতিক সরকার দায়ী।
মাহবুবুল আলম তারার স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, “তিনি এমন সময় চলে গেলেন যখন দেশের কোনো মানুষ নিরাপদ নয়। সারাদেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। মনে হয় তিনি চলে গিয়ে বেঁচে গেছেন। তার মৃত্যুতে শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
ফখরুল দেশে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য ও বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের মানুষকে জেগে ওঠে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment