জুনেই আসছেন মিলা



মিলার সর্বশেষ একক 'রি-ডিফাইন' প্রকাশিত হয় ২০০৯ সালে। এরপর পাঁচ বছর ধরে আসি আসি করেও আসেনি তাঁর নতুন একক। গত বছর 'ঈশ্বর জানে' শিরোনামে একটি গানের ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। চলতি বছরের শুরুতেই মিলা জানান, 'আনসেন্সরড' শিরোনামে একটি মিউজিক্যাল ডকুমেন্টারি তৈরি করেছেন। সংগীতজীবনের নানা বিষয় আর মুহূর্তের পাশাপাশি নতুন পাঁচটি গানের ভিডিও থাকছে এতে।



অবশেষে চলতি মাসের শেষ সপ্তাহেই জি সিরিজের ব্যানারে প্রকাশ পাচ্ছে তাঁর সেই মিউজিক্যাল ডকুমেন্টারি। 'ঈশ্বর জানে', 'নাচো', 'অ্যাইস সালা', 'আনমনা' ও 'টোনা' শিরোনামের পাঁচটি গানের ভিডিও থাকছে এতে। এই পাঁচটি গানের সঙ্গে 'ফরে তুই আসলি না' শিরোনামের আরেকটি গান যোগ করে ছয়টি গানের একটি অডিও অ্যালবামও প্রকাশ করা হবে। অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে অডিও অ্যালবাম ও 'আনসেন্সরড' দুটোই প্রকাশ পাবে জুনের শেষ সপ্তাহে। মিলা জানান, সম্প্রতি অ্যালবামের ব্যাপারে জি সিরিজের সঙ্গে চুক্তি হয়েছে।



 'আনসেন্সরড'-এ যে গানগুলোর ভিডিও দর্শক-শ্রোতারা উপভোগ করবে, ইচ্ছে হলে সেগুলো যেন অডিও আকারেও শুনতে পারে, সে জন্যই এই ব্যবস্থা। 'আনসেন্সরড' ও অডিও সিডিটি ইন্টারনেটের মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও প্রকাশ করবেন বলে জানান এই গায়িকা।




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

No comments:

Post a Comment