বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অচল হয়ে যায় ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীরা জনপ্রিয় এ ওয়েবসাইটটিতে যেতে চাইলেই তাদের একটি ত্রুটিবার্তা (এরর মেসেজ) দেখানো হচ্ছিল। এতে লেখা ছিল- ‘সরি, সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান।’
বৃহস্পতিবার দুপুর ২টার দিক থেকে আড়াইটা পর্যন্ত এ বিভ্রাট স্থায়ী হয়। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, হংকং, অস্ট্রেলিয়া, জাপান এবং নেদারল্যান্ডসের ফেসবুক ব্যবহারকারীরাও একযোগে এ সমস্যায় পড়েন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম স্কাইনিউজ।
প্রথম ত্রুটিবার্তাটি যাওয়ার পর ব্যবহারকারীরা কিছুক্ষণের জন্য ‘সার্ভিস অনঅ্যাভেইলেব্ল’ বার্তাটিও দেখতে পান। তবে আড়াইটার পর থেকে যথারীতি লোড হতে শুরু করে ফেসবুকের পেজগুলো।
এদিকে হঠাৎ অচল হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে ‘একমাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক’- এমন গুজব ছড়াতে থাকে পৃথিবীর অন্যতম জনপ্রিয় এ ওয়েবসাইটটিকে ঘিরে। রাজধানী ঢাকার সার্বিক ফেরদৌস দুর্জয় নামের এক ফেসবুক ব্যবহারকারী বাংলা সংবাদে ফোন করে এমন বক্তব্যের সত্যতা সম্পর্কে জানতে চান।
শুধুমাত্র কারিগরি ত্রুটির কারণেই হঠাৎ এ সমস্যা কী না- সে সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাসে প্রায় ১৩০ কোটি মানুষ নিয়মিত ফেসবুক ব্যবহার করেন, যা এটিকে পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইটে পরিণত করেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-কেন্দ্রিক অ্যামাজনের অঙ্গ প্রতিষ্ঠান অ্যালেক্সা র্যাংকিং অনুযায়ী ওয়েবসাইটগুলোর মধ্যে বাংলাদেশ থেকে গড়ে সবচেয়ে বেশি ভিজিট করা হয় ফেসবুক। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগলডটকমডটবিডি। বিশ্বের তিন কোটি ওয়েবসাইট বিবেচনায় নিয়ে তাদের পাঠকপ্রিয়তা যাচাই করে অ্যালেক্সা।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment