বলিউডের হ্যাপিনিং জুটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের পদচিহ্ন অনুসরণ করছেন এসময়ের জনপ্রিয় আরেক লাভ বার্ড আদিত্য রায় কাপুর-শ্রদ্ধা কাপুর। শুধু তাই নয় ধারণা করা হচ্ছে গোপনে গোপনে এই জুটি অবকাশ যাপনের পরিকল্পনা করছেন।
ঘনিষ্ঠ এক সুত্রে জানা যায়, গোপনে গোপনে একান্তে কিছু সময় কাটাতে বেশ লম্বা ছুটিতে যাচ্ছেন এই তারকা জুটি। শ্রদ্ধা কাপুরের আপকামিং সিনেমা ‘এক ভিলেন’র প্রমোশনের কাজ গুটিয়ে আনতে পারলেই অভিসার যাপনের নামে উড়াল দিবেন তারা।
তবে কোথায় যাচ্ছেন এবং কতদিনের জন্য তা সম্পর্কে কোন কিছু জানা যায়নি। যদিও এই তারকা জুটি তাদের সম্পর্কের কথা এখনো নিজের মুখে স্বীকার করেননি। তবে বিভিন্ন সময় এক সাথে অন্তরঙ্গসময় কাটাতে দেখা গেছে।
শুধু তাই নয়, আদিত্য কাপুরের ভাবি বিদ্যা বালানও কিন্তু আদিত্যর পছন্দতে সায় দিয়েছেন ঠিকই। আর যখন আদিত্য-শ্রাদ্ধার প্রেমের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, তাদের উপর কৃপা বর্ষিত হউক।
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.
No comments:
Post a Comment