গাজায় যুদ্ধপরাধ করছে, "ইসরাইল" নাভি পিল্লাই





জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেছেন, গাজায় চলমান
আগ্রাসনে ইচ্ছাকৃত ভাবে আন্তর্জাতিক আইন পদদলিত করে  যুদ্ধপরাধ করছে
ইসরাইল। জেনেভায় আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  এ  ছাড়া
তিনি হামাসেরও কিছু সমালোচনা করেছেন।

নাভি পিল্লাই বলেন, গাজায়
স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি এবং জাতিসংঘ স্থাপনাসহ বেসামরিক মানুষ বসবাসকারী
এলাকায় হামলা করে তেল আবিব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এ জাতীয় হামলা
ঘটনাক্রমে হয়নি বলে উল্লেখ করেন তিনি। দৈনিক কিছু সময় মানবিক কারণে গাজা
যুদ্ধের বিরতি দেয়ার আহ্বান জানিয়ে বলেন, তা হলে পানি ও খাদ্য যোগাড়ের
অবকাশ পাবেন ফিলিস্তিনিরা।

এ ছাড়া, গাজার বিদ্যুৎ প্লান্ট,
পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পানির কুপগুলোর ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা করে
বলেন, ২০০৯ সালের গাজা যুদ্ধের সময়ও একই কাজ করেছে ইসরাইল। গাজায় এখন যা
ঘটছে তা আগেও ঘটেছে এবং গাজা যুদ্ধ সংক্রান্ত তদন্ত কমিটি ইসরাইলের এ জাতীয়
তৎপরতাকে যুদ্ধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করেছে বলে জানান
তিনি।

তার কঠোর সমালোচনা থেকে রেহাই পায় নি ইসরাইলে ঘনিষ্ঠ মিত্র
মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের গোলার আঘাত থেকে
ফিলিস্তিনিদের রক্ষা করার বদলে  তেল আবিবের আয়রন ডোম উন্নয়নে অর্থ ঢালছে
আমেরিকা।




সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

কার কত হিম্মত- কামাল: আন্দোলনে জনসমর্থন নেই- মুহিত





আসাদুজ্জামান খান কামাল- আবুল মাল আব্দুল মুহিত

'দেশের মানুষ স্বস্তি ও শান্তিতে আছে'
দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'মানুষ
নির্বিঘ্নে চলাফেরা করতে চায়। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আওয়ামী লীগের
নেতা-কর্মীরাও মাঠে থাকবে। তখন দেখব কার কত হিম্মত।’






আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের
সামনে ‘আমরা নগরবাসী’ আয়োজিত ঈদ আনন্দ র‍্যালিপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। আসাদুজ্জামান খান বলেন,
‘আগামীকাল শুক্রবার থেকে পুরো দেশবাসী শোকের মাস হিসেবে পালন করবে। এই
শোকের মাসে বিএনপি আন্দোলনের কথা বলেছে। তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন
করুক আমাদের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে গত ৫ জানুয়ারির
নির্বাচনের আগের মতো জ্বালাও-পোড়াও, পেট্রল ঢেলে বাসে আগুন দিয়ে মানুষ
হত্যার মতো জঘন্য কাজ করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে যা যা দরকার, তাই
করবে।’





ওই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।





এদিকে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
বলেছেন, 'দেশের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক
দলের পক্ষেই আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। কোনো আন্দোলনেই জনগণের সমর্থন
পাওয়া যাবে না।'





ঈদের ছুটি শেষে আজ বৃহস্পতিবার সকালে
সচিবালয়ে প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।





ঈদের পর বিএনপির সরকার পতনের আন্দোলনে
নামার ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'বিএনপি যে আন্দোলনের
ডাক দিয়েছে তা সফল করার মতো কোনো ধরনের শক্তি আর নাই। জনগণ তাদের সঙ্গে
নাই। জনগণের সমর্থন ছাড়া কোনো অবস্থাতেই আন্দোলন সফল করা সম্ভব নয়।'





আন্দোলন হলে অর্থনীতিতে এর প্রভাব
প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'আন্দোলন হলে মানুষ যদি চলাচল করতে
না পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি না হয় তাহলে অর্থনীতিতে এর প্রভাব
পড়বেই। যারা আন্দোলন করেন তারাও সেটা জানেন।'




এ সময় অর্থ প্রতিমন্ত্রী এম এ  মান্নান,
অর্থসচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম
আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


  সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

আরো ৩ ইসরাইলি সেনা নিহত, হামাস বলছে- ২০ জন




অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিক
হামলার ২৩তম দিনে বুধবার আরো তিন ইহুদিবাদী সেনা নিহত ও ২৭ সেনা আহত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী বুধবার রাতে এসব হতাহতের খবর স্বীকার করেছে।






তবে হামাস বলেছে, তাদের হামলায় অন্তত ২০ ইসরাইলি সেনা নিহত হয়েছে।





ইহুদিবাদী বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক
একজন মুখপাত্র জানিয়েছেন, “আজ (বুধবার) গাজা উপত্যকার ভেতরে তিন সৈন্য নিহত
হয়েছে।” এ ছাড়া, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, একটি
ফিলিস্তিনি বাড়ির ভেতর ‘টানেল’ খুঁজতে গিয়ে ওই তিন সেনা নিহত হয়। বাড়িটিতে
হামাসের ফাঁদ পাতা ছিল এবং ইসরাইলি সেনারা বাড়িটিতে ঢোকার পরপরই দু’টি
বিস্ফোরণে তারা মারা যায়।





তবে নিজের সেনাদের মারাত্মক এ ক্ষয়ক্ষতির
খবর প্রচারে রাখঢাক করতে গিয়ে পরস্পরবিরোধী খবর দিয়েছে তেল আবিব। ইসরাইলের
গণমাধ্যম জানিয়েছে, একটি বাড়ির দেয়াল চাপা পড়ে তিন ইসরাইলি সেনা নিহত ও ১৫
জন আহত হয়েছে। বাকি ১২ সেনা গাজার বিভিন্ন এলাকায় আহত হয়েছে।





হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম
ব্রিগেড জানিয়েছে, দখলদার সেনারা গাজার খান ইউনিস শহরের একটি বাড়িতে হামলা
চালাতে গেল তাদের পাল্টা হামলায় অন্তত ২০ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে।
ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসের যে বাড়িতে বুধবার ইসরাইলি
সেনারা প্রবেশ করে সেখানে ১২ ব্যারেল বিস্ফোরক পাতানো ছিল। দখলদাররা
ঢোকামাত্র ভয়াবহ বিস্ফোরণে বাড়িটি কেঁপে ওঠে। ফলে বাড়িটিতে প্রবেশকারী একজন
ইসরাইলি সেনাও জীবিত বের হতে পারে নি।




এ নিয়ে ইসরাইলের হিসাব অনুযায়ী, গাজায়
আগ্রাসন চালাতে গিয়ে তাদের ৫৬ সেনা নিহত হলো। এছাড়া, হামাসের রকেট হামলায়
নিহত হয়েছে আরো তিন ইহুদিবাদী বেসামরিক নাগরিক। অন্যদিকে হামাস বলেছে, তারা
অন্তত ১৩০ ইসরাইলি সেনাকে জাহান্নামে পাঠিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের
ইতিহাসে ২০০৬ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধ ছাড়া এত বেশি
সংখ্যক সেনা আর নিহত হয় নি।


সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

"আমি একাই আজ ফিলিস্তিনের ১৩ শিশুকে হত্যা করেছি"





১৩ শিশুর হত্যাকারী হিসেবে পরিচয় দানকারী ইসরাইলি সেনা ডেভিড ওবাদিয়া

ইহুদিবাদী ইসরাইলের বর্বর এক সেনা স্বীকার
করে বলেছে যে, সে একাই ফিলিস্তিনের ১৩ শিশুকে হত্যা করেছে। ডেভিড ওবাদিয়া
নামের ইহুদি এ সেনা বলেছে, একটি স্নাইপার রাইফেল দিয়ে সে একদিনে এসব
হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এসব নিষ্ঠুর হত্যাকাণ্ড ঠিক কবে বা কখন ঘটিয়েছে এই
সেনা তা পরিষ্কার নয়।






অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইল যখন
বর্বর হামলা অব্যাহত রেখেছে এবং নারী-শিশুসহ নিষ্পাপ সাধারণ মানুষ একের পর
শহীদ হচ্ছেন তখন ইহুদিবাদী এ সেনা নিজের ইন্সটাগ্রাম একাউন্টে এ কথা
জানিয়েছে। স্নাইপার রাইফেল ধরে থাকা অবস্থায় একটি ছবিও সে পোস্ট করেছে তার
একাউন্টে।




তবে অজ্ঞাত একটি হ্যাকার গ্রুপ তার এ ছবি স্পূর্ণভাবে মুছে ফেলেছে। গত
দু বছর ধরে এ হ্যাকার গ্রুপ ইসরাইলের বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা
চালিয়ে আসছে। গত ৮ জুলাই থেকে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী
ইসরাইল। এ পর্যন্ত ইসরাইলের বোমা, ক্ষেপণাস্ত্র ও ট্যাংকের গোলার অসহায়
শিকার হয়ে শহীদ হয়েছেন ১,৪২০ জন ফিলিস্তিনি যার মধ্যে শুধু শিশুই রয়েছে
৩০০’র বেশি।  এছাড়া, আহত হয়েছেন ৮,২২০ ফিলিস্তিনি।


 সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

সারা দেশে দুর্ঘটনায় আরো ২৭ জনের মৃত্যু




ঈদের অতিরিক্ত আনন্দ কখনো কখনো করুণ 
পরিণতি ডেকে আনতে পারে। ঠিক তাই হয়েছে ঠাকুরগাঁওয়ের একদল পিকনিক যাত্রীর।
যেমনটি ঘটেছে কুষ্টিয়ার আনন্দভ্রমণে বের হওয়া শিশু-কিশোরদের ভাগ্যে।    






ঈদের দিন নৌকায় চেপে পদ্মা নদীতে 
আনন্দভ্রমণে বের হয়েছিল ২২ জন শিশু-কিশোর। বেলা তিনটার দিকে কুষ্টিয়ার
দৌলতপুর উপজেলার বৈরাগীর চরে নৌকাটি ডুবে যায়। মাঝিসহ সাত থেকে আটজন তীরে
উঠতে পারলেও অন্তত ১৫ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।





ওদিকে ঈদের দিন রাতে পঞ্চগড় জেলার
আটোয়ারী উপজেলার পানবাড়া গ্রাম থেকে একটি পিকআপ নিয়ে ৩০ জন যাত্রী
পিকনিকের উদ্দেশ্যে  দিনাজপুরের বিনোদন স্পট  ‘স্বপ্নপুরী’তে   যাচ্ছিল।





দিনাজপুর যাওয়ার পর গাড়ির যান্ত্রিক 
সমস্যা দেখা দেয়। ফলে  স্বপ্নপুরী না গিয়ে তারা ফিরে আসতে থাকে। এ
অবস্থায় আজ ভোর চারটা’র দিকে  ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে কুমিল্লাহাড়ি নামক
স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ পিকআপটিকে পিছন থেকে আঘাত করে।  
দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং  পিকআপ যাত্রীদের  দু’জনের
মৃত্যু ঘটে। এ ছাড়া অন্তত ২৫জন আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৪জনকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।





এদিকে  আজ সারা দেশে  সড়ক দুর্ঘটনায় 
অন্তত: ১২ জনের  মৃত্যুর খবর পাওয়া গেছে । এ সব ঘটনায় আহত হয়েছেন আরো ৫৮
জন। এর মধ্যে সিলেটে ৪, সিরাজগঞ্জে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ২জন , ভোলায় ১জন,
নওগাঁয় ১জন ও বরিশালে ১জনের  মৃত্যু হয়েছে । 





বুধবার ভোরে  নূর আনন্দ পরিবহনের একটি
যাত্রীবাহী বাস ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইয়ে যাওয়ার পথে ঢাকা-সিলেট
মহাসড়কে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি
রাস্তার পাশে খাদে পড়ে দুর্ঘটনায়  ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে
বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।





সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক
সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। বুধবার সকাল ১১টা ও
দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।





বুধবার দুপুর ১২টার দিকে নওগাঁর মান্দা
উপজেলার সতিহাট এলাকায় যাত্রীবাহী একটি ভটভটি উল্টে বামনি (৪০) নামে এক
নারীর মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।





বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অমিও মণ্ডল (৮০) নামে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।





ভোলার চরফ্যাশন উপজেলার কর্তারহাট এলাকায় বাস দুর্ঘটনায় বেল্লাল (৩৪) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।




এর আগে মঙ্গলবার ঈদের দিন নোয়াখালী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ভোলা ও মাগুরায় পৃথক দুর্ঘটনায় ২১ জন মারা যান।


সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

মঈন আলীকে 'সেভ গাজা' ও 'ফ্রি প্যালেস্টাইন' ব্যান্ড পরতে দিল না আইসিসি





‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘সেভ গাজা’ ব্যান্ড হাতে ইংলিশ ক্রিকেটার মঈন আলী

অবরুদ্ধ গাজার উপত্যকার ওপর ইসরাইলি
পাশবিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘সেভ
গাজা’ ব্যান্ড পরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে চেয়েছিলেন ইংলিশ
ক্রিকেটার মঈন আলী। কিন্তু  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি তার এ
শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।






২৭ বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভূত এ
খেলোয়াড়কে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ইংল্যান্ডের পক্ষে খেলার সময় এ
ব্যান্ড পরা যাবে না। আইসিসি’র একজন মুখপাত্র বলেছেন, “যেসব পোশাক বা
বার্তায় রাজনৈতিক, ধর্মীয় অথবা বর্ণবাদী তৎপরতা প্রকাশ পায় তা আন্তর্জাতিক
খেলায় ব্যবহার নিষিদ্ধ।”


মঈন আলী হাতে এসব ব্যান্ড পরার
পাশাপাশি অবরুদ্ধ গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহ করছেন বলেও খবর পাওয়া গেছে।
আইসিসির এ নিষেধাজ্ঞা সম্পর্কে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ফিলিস্তিনের অলৌকিক শিশুটি শেষ পর্যন্ত মারা গেছে......





জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিশু শায়মা (ফাইল ছবি)

বিশ্বের শান্তিকামী কোটি কোটি মানুষের
প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে  ফিলিস্তিনের অলৌকিক শিশুটি শেষ পর্যন্ত মারা
গেছে। গত রোববার অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রস্থলে দেইর আল-বালাহ্‌ শহরে
ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় মর্মান্তিকভাবে প্রাণ হারান আট মাসের
গর্ভবতী মা শায়মা আস –শেখ কানান (২৮)। এ অবস্থায় দ্রুত জরুরি সিজারিয়ান
অপারেশন করে তার গর্ভস্থ মেয়ে শিশুটির জীবন রক্ষা করেন চিকিৎসকদের দল। এ
কথা  জানিয়েছিলেন গাজার জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা।

শহীদ
মায়ের নামে এ মেয়ের নাম রাখা হয়েছিল শায়মা। অপরিপক্ব শিশু শায়মাকে বাঁচিয়ে
রাখার যথাসাধ্য চেষ্টা করেন ইহুদিবাদী আগ্রাসনে সব অবকাঠামো নাস্তানাবুদ
হয়ে যাওয়া জনপদ, অবরুদ্ধ গাজার সাহসী চিকিৎসকরা। অপরিপক্ব শিশুকে স্বাভাবিক
পরিস্থিতিতেই বাঁচিয়ে রাখতে ব্যাপক আয়োজনের দরকার পড়ে। ইহুদিবাদী আগ্রাসনে
অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত গাজায় সে ধরণের সহায়তা কতোটা জুটেছিল শায়মার বরাতে
তা সহজেই অনুমান করা যায়। কিন্তু তারপরও হাল ছাড়েন নি চিকিৎসকদের দল। 
কিন্তু তিন দিনের মাথায়  গতকাল মঙ্গলবার শেষ পর্যন্ত চিকিৎসকদের সব
প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মায়ের কাছে চলে যায় শায়মা।

হামাসের
সাহসী যোদ্ধাদের সঙ্গে পেরে উঠতে না পারলেও গাজাকে এক মৃত্যুপুরীতে পরিণত
করেছে আমেরিকাসহ পশ্চিমা ও কতিপয় আরব দেশের সমর্থনে বেড়ে ওঠা দানব
ইহুদিবাদী ইসরাইল। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইহুদিবাদী ইসরাইল গাজার
নিরপরাধ নারী ও শিশুদের ওপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধে সুবিধা
করতে না পেরে নিরীহ ফিলিস্তিনিদের রক্তে হোলি খেলায় মেতে উঠেছে মানবতার
শত্রু ইসরাইল।

গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইহুদিবাদী আগ্রাসনের এ
পর্যন্ত ১,২৬২ ফিলিস্তিনি নিহত এবং হাজার হাজার জন আহত হয়েছেন। হতাহতের
সংখ্যা বাড়ছে প্রতিদিন। হতাহতদের এ তালিকার শীর্ষে রয়েছে হতভাগ্য
ফিলিস্তিনি শিশুদের দল।

অবশ্য তিন সপ্তাহের এ আগ্রাসনে চড়া মূল্য
দিতে হয়েছে ইসরাইলি বাহিনীকে। আবাল-বৃদ্ধ-বণিতাসহ নিরীহ ফিলিস্তিনি মানুষ
মারছে ইসরাইল। ফিলিস্তিনি যোদ্ধারা কেবল বেছে বেছে ইহুদিবাদী পশু সেনাদের
হত্যা করছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায়  এ পর্যন্ত ৫৩ জন সেনা নিহত হওয়ার
বিষয়টি নিশ্চিত করেছে তেল আবিব।  





কিন্তু  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ
আন্দোলন হামাস বলছে, প্রকৃতপক্ষে নিহত হয়েছে অন্তত ১১০ ইহুদিবাদী সেনা।
ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী সেনা হত্যার এ অসাধারণ
রণকৌশল, এ অঙ্গীকারবদ্ধ অভিযান, কালজয়ী এ বীরত্বগাঁথা অব্যাহত থাকবে বলে
হামাসের অকুতোভয় যোদ্ধারা ঘোষণা করেছেন।


সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ইসরাইলকে ১৭ বার বলেছি, স্কুলটিতে শরণার্থীরা থাকে: জাতিসংঘ





ইসরাইলি সেনাদের হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া একটি ফিলিস্তিনি পরিবার

জাতিসংঘ বলেছে, ইসরাইলকে বহুবার হুঁশিয়ার
করে দেয়া সত্ত্বেও তারা গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি
স্কুলে হামলা চালিয়েছে। জাতিসংঘের মুখপাত্র ক্রিস গানেস আজ (বুধবার)
বলেছেন, “গোটা বিশ্ব এ হামলায় ক্ষুব্ধ হয়েছে।”






আজ ভোরে ফজরের নামাজের সময় জাবালিয়ায়
জাতিসংঘ পরিচালিত স্কুলের ঘুমন্ত শিশুদের ওপর ইহুদিবাদী সেনাদের পাশবিক
হামলায় অন্তত ২০ জন নিহত হয়।





গানেস বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরের এই
স্কুলটিতে যে শরণার্থীরা আশ্রয় নিয়েছে তা ইসরাইলকে ১৭ বার জানানো হয়েছে।
আজ সকালে পাশবিক হামলাটি চালানোর কিছুক্ষণ আগে বিষয়টি সর্বশেষ ইসরাইলকে
জানানো হয়। ইসরাইলি কামানের গোলা স্কুলটিতে আঘাত হেনেছে বলে জাতিসংঘের এ
মুখপাত্র জানান।





জাতিসংঘের শরণার্থী ও ত্রাণ বিষয়ক সংস্থা
ইউএনআরডাব্লিউএ’র গাজা পরিচালক বব টার্নার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন,
জাবালিয়ার স্কুলে হামলার জন্য ইসরাইল দায়ী।




এর আগে গাজার অন্য একটি স্কুলে চালানো
হামলা অস্বীকার করে তেল আবিব দাবি করেছিল, হামাসের নিক্ষিপ্ত রকেট
লক্ষ্যভ্রষ্ট হয়ে স্কুলে পড়েছে। টার্নার বলেন, জাতিসংঘের কর্মীরা ঘটনাস্থল
থেকে যে নমুনা সংগ্রহ করেছেন তাতে বোঝা যায়, স্কুলটির উত্তর-পূর্বে মোতায়েন
ইসরাইলি সেনারা সেখানে কামানের গোলা নিক্ষেপ করেছে। বর্বর ইহুদিবাদী
সেনারা যথারীতি বলেছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।


সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ইসরাইলের দূতাবাস বন্ধের দাবিতে: তুরস্ক জুড়ে বিক্ষোভ মিছিল






ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস বন্ধের দাবিতে
শুক্রবার তুরস্ক জুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল আন্তর্জাতিক কুদস দিবসের
মিছিল কার্যত ইসরাইলি দূতাবাস বন্ধের দাবির মিছিলে পরিণত হয়।






রাজধানী আঙ্কারায় বিক্ষোভকারীরা ইসরাইলি
দূতাবাসের সামনে জড়ো হন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের
প্রতি সমর্থন ব্যক্ত করেন। এ সময় তারা ইসরাইলের সঙ্গে তুরস্কের সব ধরনের
ব্যবসা-বাণিজ্য বন্ধের দাবি জানান। তবে পুলিশ বিক্ষোভকারীদেরকে দূতাবাসে
ভবনের কাছে যেতে দেয় নি এবং সম্ভাব্য যেকোনো ধরনের সংঘর্ষ ঠেকানোর ব্যবস্থা
করে। পরে বিক্ষোভকারীরা ইহুদিবাদী ইসরাইল ও সাম্রাজ্যবাদী আমেরিকার পতাকা
পোড়ান।




এর আগে, তুরস্কের মুসলিমরা মার্কিন
দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং ইসরাইলি হামলার নিন্দা জানান।
তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান ইসরাইল-বিরোধী রাজনীতিক হিসেবে
পরিচিত হলেও তার শাসনামলে তুরস্কের সঙ্গে ইসরাইলের বাণিজ্যিক, কূটনৈতিক ও
সামরিক সম্পর্ক বহাল রয়েছে।


সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

সাইবেরিয়ায় দানবাকৃতি গহ্বর: রহস্য উদঘাটনে বিজ্ঞানী দল প্রেরণ






সাইবেরিয়ার দূরবর্তী অঞ্চলে বিশাল এক গহ্বরের খোঁজ পাওয়ার পর তা নিয়ে
রাশিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ অঞ্চলটি ‘পৃথিবীর শেষ প্রান্ত’
হিসেবে পরিচিত এবং এ গহ্বরের রহস্য উদঘাটনের জন্য এক দল বিজ্ঞানীকে পাঠানো
হয়েছে।



ইউটিউবে আপলোড করা একটি ভিডিওর মাধ্যমে সাইবেরিয়ার
ইমালো-নেনেৎস্কি অঞ্চলের এ গহ্বরের কথা প্রথম প্রকাশিত হয়। এরইমধ্যে এ
ভিডিও সাত কোটি বারের বেশি দেখা হয়েছে। বুলকা নামের এক ব্যক্তি এ ভিডিও
আপলোড করেছেন। ভিডিওতে বুলকা বলেছেন, এ গহ্বর এতোই বড় যে ধাক্কা খাওয়ার
কোনো আশংকা না করে কয়েকটি এমআই-৮এস হেলিকপ্টার এর মধ্য দিয়ে চলে যেতে
পারবে।



মস্কো থেকে প্রায় ২,০০০ কিলোমিটার উত্তর-পূর্বে সাইবেরিয়ার
স্থায়ীভাবে বরফ ঢাকা অঞ্চলে এ গহ্বর পাওয়া গেছে। গহ্বরটির ভেতরের ব্যাসার্ধ
৪০ এবং বাইরের ৬০ মিটার।  এ গহ্বরের সৃষ্টি নিয়ে নানা কথা শোনা যাচ্ছে।
কেউ বলছেন , উল্কাপিণ্ডের আঘাতে এ দানবাকৃতি গর্ত হয়েছে। কেউ বলছেন ভিন
গ্রহের প্রাণী এ গহ্বর সৃষ্টি করেছে।



অবশ্য আগুনে পোড়ার কোনো আলামত
না পাওয়ায় উল্কার আঘাতে এ গহ্বর সৃষ্টির বিষয়টি নাকচ করে দিয়েছেন
বিজ্ঞানীরা। রাশিয়ার তেল-গ্যাসের ৮০ শতাংশই এ অঞ্চলে রয়েছে।  উচ্চচাপে
গ্যাস জমা হয়েছিল এ এলাকায়। স্থায়ী বরফ গলে তা প্রচণ্ড বেগে আবহমণ্ডলে
ছড়িয়ে পড়েছে এবং এ গর্তের সৃষ্টি হয়েছে বলে অনেকেই ধারণা করছেন।



গহ্বরের
আশপাশে কোনো যন্ত্রপাতি বা মানুষের তৎপরতার চিহ্ন পাওয়া যায় নি। এ ছাড়া,
গহ্বরের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রায়ও কোনো অস্বাভাবিকতা ধরা পড়ে
নি। বিজ্ঞানী দলের তদন্তে এ রহস্যের সুরাহা হবে বলে ধারণা করা হচ্ছে।


 সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ব্রিটেন সফর সফলের দাবি প্রধানমন্ত্রীর:বিএনপির প্রত্যাখ্যান






বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটেন সফর সফল হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও বিএনপি তা প্রত্যাখ্যান করেছে।






গত(বৃহস্পতিবার) পররাষ্ট্রমন্ত্রী এ এইচ
মাহমুদ প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গার্ল সামিটে
যোগদান এবং তার লন্ডন সফর সফল হয়েছে। আন্তর্জাতিক এবং কূটনৈতিক প্রেক্ষাপটে
প্রধানমন্ত্রীর এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেন
তিনি।





তবে, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে
প্রত্যাখ্যান করে  বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান আজ
লন্ডনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,“অবৈধ প্রধানমন্ত্রী শেখ
হাসিনা লন্ডনে এসে বৃটেনের কাছ থেকে তার সরকারের বৈধতার সার্টিফিকেট আদায়ে
ব্যর্থ হয়েছেন।





শেখ হাসিনা ২২ জুলাই ব্রিটিশ
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি
(ক্যামেরন) বাংলাদেশের ৫ জানুয়ারির তামাশার নির্বাচন সম্পর্কে বৃটিশ
সরকারের অসন্তোষের কথা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন। ক্যামেরন বলেছেন, কথিত
ওই নির্বাচনে জনগণের ভোট ছাড়াই অর্ধেকেরও বেশি আসনে প্রাথীদের
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। গণতান্ত্রিক বিশ্বের কাছে
এধরণের নির্বাচন গ্রহণযোগ্য নয়।“





তবে শেখ হাসিনার সাফল্যের দাবির
প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট থেকে
অফিসিয়ালি একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়। এতে শেখ হাসিনার অবৈধ সরকার
সম্পর্কে ব্রিটেনের অবস্থান স্পষ্ট করে দেয়া হয়েছে।





এ প্রসঙ্গে প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক
বিশ্লেষক  জনাব সাদেক খান রেডিও তেহরানকে বলেন, কূটনৈতিক সফর নিয়ে
বাংলাদেশের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী যেভাবে ভুল তথ্য  পরিবেশন
করছেন, তাতে  আন্তর্জাতিক  মহলে  বাংলাদেশের‌ই  বদনাম হচ্ছে। তাদের সততা
নিয়েই  বিদেশীরা প্রশ্ন তুলছেন।





জনাব সাদেক খান মনে করেন, ৫ই জানুয়ারির 
নির্বাচন নিয়ে  আন্তর্জাতিক মহল তাদের দৃষ্টিভঙ্গি যে পাল্টায়নি সেটা
সরকারকে বুঝতে হবে। এ অবস্থায়  জনগণের আন্দোলন জমে উঠলে সরকারকে  চরম
মূল্য দিতে হবে।





এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ড: অকমল হোসেন  বলেন, ৫ই জানুয়ারির নির্বাচন
নিয়ে সরকার যে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছে  তা  শেখ
হাসিনার  সর্বশেষ কূটনৈতিক সফর থেকে  আবারো প্রমাণ হয়েছে ।





তিনিও মনে করেন, সরকার যেভাবেই ব্যাখ্যা
করার চেষ্টা করুক না কেন পশ্চিমা দুনিয়া, যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ 
বাংলাদেশের ৫ ই জানুয়ারীর নির্বাচন প্রসঙ্গে তাদের আগের অবস্থানেই  রয়েছে ।




পশ্চিমা দুনিয়া এখনও বাংলাদেশে একটি
অংশগ্রহণমূলক নতুন নির্বাচনের পক্ষে পরামর্শ দিয়ে যাচ্ছে। এ জন্য সরকারকে
সংলাপেরও তাগিদ দিয়ে আসছে তারা।তবে আজও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির
সঙ্গে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে মাঠে মোকাবেলার হুমকি
দিয়েছেন।


  সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

"নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা" ইরানের বিদায়






নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে ‌ ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা।






অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোল ও মার্কোজ
রোজোর একমাত্র গোলে সুপার ঈগলদের বিপক্ষে ৩-২ এ জয় নিয়ে মাঠ ছাড়ে
আলেসান্দ্রো স্যাবেলার শীর্ষরা। নাইজেরিয়ানদের পক্ষে জোড়া গোল করেন
স্ট্রাইকার আহমদ মুসা। আর্জেন্টিনার বিপক্ষে হেরে গেলেও দ্বিতীয় রাউন্ডের
টিকিট পেয়ে গেছে নাইজেরিয়া।





বুধবার সালভেদরের অ্যারেনা ফন্তে নোভা
স্টেডিয়ামে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মাসচেরানোর পাস থেকে ডি
বক্স ঢুকে জোরালো শট নিয়েছিলেন আনহেল দি মারিয়া। গোলরক্ষক ভিনসেন্ট এনিয়ামা
পরাস্ত হলেও বল জালে যায়নি, বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে সুযোগ পান
মেসি। দুইজন ডিফেন্ডার এগিয়ে এসেছিলে কিন্তু রুখতে পারেননি মেসিকে। জোরালো
শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন তিনি। প্রতিযোগিতায় নাইজেরিয়ার জালে এটাই
প্রথম গোল।





গোল শোধ করতে বেশি সময় নেয়নি আফ্রিকার
চ্যাম্পিয়নরা। পরের মিনিটে বাঁ দিক থেকে কাটিয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের
কোনাকুনি শটে সের্হিও রোমেরোকে পরাস্ত করেন মুসা।





৪৪তম মিনিটে মেসির চমৎকার একটি ফ্রিকিক ঠেকিয়ে দিয়েছিলেন এনিয়ামা। কিন্তু দুই মিনিট পরের শটটি আর ঠেকাতে পারেননি।





প্রথমার্ধের যোগ করা সময়ে মেসিকে ফাউল
করায় ফ্রিকিক দেন রেফারি। রক্ষণ দেয়ালের ওপর দিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে
দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে নেন আর্জেন্টিনার অধিনায়ক।


মেসির শটে পুরোপুরি বিভ্রান্ত হয়েছিলেন এনিয়ামা। ‘দেয়াল’ এর ওপর দিয়ে আসা বলটি দেখেন অনেক পরে। ততক্ষণে বল খুঁজে নেয় নাইজেরিয়ার জাল।


দ্বিতীয়ার্ধের ৪৭তম মিনিটে আবার নাইজেরিয়াকে সমতায় ফেরান মুসা। ডি বক্স থেকে জোরালো শটে গোল করেন তিনি।





সমতা ফেরানোর আনন্দ বেশিক্ষণ টেকে নি
নাইজেরিয়া শিবিরে। ৫০ মিনিটে লাভেস্সির কর্নার থেকে গারায়ের হেড রোহোর পায়ে
লেগে জালে জড়ালে তৃতীয়বারের মতো এগিয়ে যায় দুইবারের চ্যাম্পিয়নরা।


৫৮তম মিনিটে রোহোর ক্রস লক্ষ্যে রাখতে
পারেনি মেসি। রাখতে পারলেই হ্যাটট্রিক হয়ে যেতো তার। এর পাঁচ মিনিট পর
অধিনায়ককে তুলে নেন সাবেইয়া।





এদিকে, প্রথম দুইটি ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেলেও আজ এফ গ্রুপের অপর খেলায় ইরানকে ৩-১ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভিনা।  





নকআউট পর্বে ওঠার ক্ষীণ সম্ভাবনা উজ্জ্বল
করতে ইরানের সামনে জয়ের বিকল্প ছিল না। তাই শুরু থেকে আক্রমাণত্মক ভঙ্গিতে
খেলতে থাকে ইরান। অন্যদিকে, নিজেদের অভিষেক আসরের শেষ ম্যাচটাতে জয়ের
টার্গেটে পাল্টা আক্রমণ শুরু করে বসনিয়া।  


২৩তম মিনিটে বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকো
প্রতিপক্ষের একজনকে কাটিয়ে কিছুটা কোনাকুনি দৌড়ে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের
জোরালো শটে লক্ষ্যভেদ করেন। বিশ্বকাপে এটা তার প্রথম গোল। পাল্টা আক্রমণে
পরের মিনিটেই সমতায় ফিরতে পারত ইরান। কিন্তু ফরোয়ার্ড মাসুদ শুজাই’র শটটি
ক্রসবারে বাধা পায়।


৩১ মিনিটে ইরানের এহেসানের বাম পায়ের একটি শট গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে কোনো বিপদ হয়নি বসনিয়ার।





প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধে
শেষ করে বসনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে তীব্র আক্রমণ শুরু করে ইরান।  ৫৯তম
মিনিটে মিরালেম পেনজিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বসনিয়া।




দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটের সময় ইরানের
স্ট্রাইকারে ঘুচাননেজাদ একটি গোল পরিশোধ করেন। এর ঠিক ২ মিনিট পর
ভ্রাসাজেভিচের গোলে ব্যবধান ৩-১ করে নেয় বসনিয়া। জিতেও কোনো লাভ হলো না
বসনিয়ার৷ তারাও ইরানের পথ ধরে বিশ্বকাপ থেকে বিদায় নিল।


সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ব্রিটিশ সরকার ৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেনি: শেখ হাসিনা






ব্রিটেন বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচন
প্রত্যাখ্যান করেছে বলে বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হয়েছে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রত্যাখ্যান করেছেন।






আজ (শনিবার) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন
গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্রিটিশ সরকার ৫ জানুয়ারির নির্বাচন
প্রত্যাখ্যান করেনি। যদি তাই করতো তবে গার্লস সামিটে যোগ দেয়ার জন্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাকে দাওয়াত দিতেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড
ক্যামেরন তাকে ১০ নং ডাউনিং স্ট্রিটে নিজে রিসিভ করেন বলে জানান
প্রধানমন্ত্রী।





ব্রিটেন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে
দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে দেয়া সহযোগিতা অব্যাহত রাখবে ব্রিটেন।


প্রধানমন্ত্রী বলেন, আরো সামনে এগিয়ে যেতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড
ক্যামেরন পরামর্শ দিয়েছেন। জঙ্গিবাদ দমন ও মৌলবাদের শেকড় উৎপাটনে সরকারের
ভূমিকার প্রশংসাও করেছে ব্রিটেন।

তিনি বলেন, আমি মনে করি
বাংলাদশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই সফর অত্যন্ত সফল ও
ফলপ্রসূ হয়েছে। এর মাধ্যমে আমাদের দুই দেশের সুসম্পর্ক এক নতুন মাত্রায়
উন্নীত হবে।

 শেখ হাসিনা দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না
নেয়া বিএনপির ভুল সিদ্ধান্ত ছিল। তাদের ভুলের খেসারত দেশবাসি কেন দেবে? যে
ভাবে হোক নির্বাচন হয়েছে। জনগন মেনে নিয়েছে। ৪০ ভাগ ভোট পড়েছে। তাহলে এখন
আবার সংলাপ কেন। যদি দেশ চালাতে ব্যার্থ হতাম তাহলে কথা ছিল। তারা ট্রেন
মিস করেছে। এখন নতুন ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে হবে।


প্রসঙ্গত, গার্ল সামিটে অংশগ্রহণ এবং
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর ৩ দিনের ব্রিটেন সফর
শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সোমবার
গার্ল সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে লন্ডন
পৌঁছান তিনি। ব্রিটেন সফর শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
ওই সফরের বিস্তারিত তুলে ধরতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


  সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ফিলিস্তিনি শিশুদের গোশত হালাল!: ফরাসি মেয়রের দম্ভোক্তি




প্যারিসের ডেপুটি মেয়র জ্যাক রেনোঁ
ইহুদিবাদী দখলদারদের হাতে শত শত ফিলিস্তিনি শিশু শহীদ হওয়ার ঘটনাকে পরিহাস
করে বলেছেন: ওদের গোশত হালাল।




সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওই
মন্তব্য করার ধৃষ্টতা দেখিয়েছেন উগ্র ফরাসি ডানপন্থী দলের এই নেতা।
ইহুদিবাদী নরপিশাচদের পক্ষে ওই জঘন্য ও চরম সাম্প্রদায়িক উক্তি করে ৬৬ বছর
বয়স্ক রেনোঁ আরো বলেছেন, আমরা ইসরাইলে হামলার শিকার ফরাসি ইহুদিদের সমর্থন
দেব।



তার এইসব মন্তব্যের তীব্র প্রতিবাদ
জানিয়েছেন মুসলমানরা। প্রায় ২৫ হাজার মুসলমান প্যারিসে বিক্ষোভ মিছিল করে
এই হঠকারিতার নিন্দা জানান। 



অবশ্য ব্যাপক নিন্দা ও প্রতিবাদের
মুখে রেনোঁ দাবি করেছেন যে, টুইটারের ওই একাউন্টটি তার নয়, অন্য কেউ তার
নাম ও পরিচয় ব্যবহার করেছে! 



উল্লেখ্য, বাক-স্বাধীনতার ধ্বজাধারী
হওয়ার দাবিদার ফরাসি সরকার সেদেশে ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরাইলি বর্বরতার
বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করা নিষিদ্ধ ঘোষণা করছে। কিন্তু সরকারি
এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বেশ কয়েক দিন ধরে ফরাসি নাগরিকরা ফিলিস্তিনে
ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন। অবশ্য পুলিশ এইসব বিক্ষোভ
দমনের জন্য ব্যাপক মাত্রায় কাঁদানে গ্যাস ব্যবহার করছে।




গাজায় ইসরাইলি গণহত্যা অভিযানে নিহতদের
বেশিরভাগই হল শিশু ও নারী।  সেখানে সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার
পর থেকে এ পর্যন্ত কয়েক শত শিশু শহীদ হয়েছে।

 সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

মিশর সফরে হেনস্তা হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী:জন কেরি






    মিশরের রাজধানী কায়রোর প্রেসিডেন্ট
প্রাসাদে ঢোকার সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে হেনস্তা করা
হয়েছে।  তার দেহ তল্লাশি করা হয়েছে। হামাসের হাতে ইসরাইল ব্যাপক মার খাওয়ার
পর গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে গত মঙ্গলবার কায়রো সফরের সময়ে এ
ঘটনা ঘটে।






কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার সময়
মিশরের নিরাপত্তা বাহিনীর এক সদস্য জন কেরির দেহ তল্লাশি করে। হাতে
ব্যবহারযোগ্য স্ক্যানার দিয়ে কেরির দেহে তল্লাশি চালানো হয়।



এ নিয়ে
দু'দেশের মধ্যে খানিকটা কূটনৈতিক টানাপড়েন দেখা দেয়। কেউ কেউ ধারণা করছেন,
ইচ্ছাকৃতভাবেই এমনটি ঘটানো হয়েছে। অবশ্য মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ
আল-সিসি’র মুখপাত্র একে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন। একে তার ভাষায়
‘স্বতঃস্ফূর্ত’ ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ জাতীয় নিরাপত্তা
ব্যবস্থা খুবই স্বাভাবিক।




আমেরিকা সফরকালে মিশরের এক উচ্চপদস্থ
কর্মকর্তা এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমিও এমন পরিস্থিতিতে
পড়েছিলেন বলে জানান মুখপাত্র এহাব বাদাভি।



অন্যদিকে মিশরের
পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা এ ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বিদেশি
ব্যক্তিত্বদের সঙ্গে কি ধরণের আচরণ করতে হবে সে বিষয়ে নিরাপত্তা বাহিনীর
সদস্যরা ভালোভাবে অবহিত না থাকায় এমনটি ঘটেছে।




সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

"আন্তর্জাতিক আল কুদস দিবস" প্রেক্ষাপট ও বর্তমান বাস্তবতা






আজ আন্তর্জাতিক আল কুদস দিবস। জুমাতুল
বিদা বা রমজানের শেষ জুমার দিনটিকে কুদস দিবস হিসেবে পালন করা হয় ১৯৭৯ সাল
থেকে। আয়াতুল্লাহ ইমাম খোমেনী(র.) প্রবর্তিত এ দিনটির উদ্দেশ্য ছিলো,
মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসকে ইহুদিদের দখল থেকে মুক্ত করা।
সেইসঙ্গে ফিলিস্তিনী জনগণের সাথে একাত্মতা ও ইহুদীবাদের প্রতি ক্ষোভ
প্রকাশ। এবার পবিত্র রমজানে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী
আবারও জঘন্যতম গণহত্যা শুরু করায় ভিন্নতর আবহে পালিত হচ্ছে এবারের কুদস
দিবস।




আল কুদস দিবসের প্রবর্তক ইমাম খোমেনীকে
স্মরণ করে আল কুদস কমিটি বাংলাদেশের সভাপতি প্রফেসর ড. শাহ কাওছার মুস্তাফা
আবুলউলায়ী বলেন, খোমেনীর মাধ্যমে যে আন্দোলনের সূচনা হয়েছিল তাকে এখন আরও
অগ্রসর  করতে হবে। কারও মধ্যে শৈথিল্য থাকা যাবে না। মুসলমানদের কোরআনের
নির্দেশ মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ঐক্যের অভাবের কারণেই মুসলিম বিশ্ব মার
খাচ্ছে। ইসলাম বিরোধী শক্তি নানা কৌশলে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির
চেষ্টা করছে, এ থেকে নিজেদের রক্ষা করতে হবে। ঐক্য না থাকলে মুসলমানদের
ধ্বংসের জন্য প্রস্তুত থাকতে হবে। শিয়া, সুন্নী,  সালাফী হিসেবে আলাদা
থাকার সুযোগ নেই। কেন না ষড়যন্ত্রকারীরা এক দলকে অন্যের বিরুদ্ধে ব্যবহার
করছে। প্রয়োজন শেষে আবার তাকেই ধ্বংস করে দিচ্ছে। তাই সময়মতো তা বুঝতে না
পারলে সমগ্র মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই ঐক্যই হোক কুদস দিবসের মূল
সুর।





ইসরাইলি হামলায় বিপুল সংখ্যক মানুষের
প্রাণহানীর ঘটনায় তীব্র ক্ষোভ জানান সাংবাদিক ও কলামিস্ট মোবায়েদুর রহমান।
তিনি বলেন, যারা ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলা করছে, তারা মানুষ নয়
পশু। তাদের বিরুদ্ধে তাদের ভাষাতেই কথা বলতে হবে। মুসলিম বিশ্বকে এক হয়ে
কথা বলতে হবে। আলোচনা কোনো সমাধানের পথ নয়, সেটা গত ৬৭ বছরে সবার বুঝতে
পারার কথা। তাই ইরান, পাকিস্তান, তুরস্কসহ শক্তিধর মুসলিম দেশগুলোকে এগিয়ে
আসতে হবে। বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ করতে হবে। তা না করতে পারলে নিজেদের
রক্ষা করা যাবে না বলে মনে করেন এ বিশ্লেষক।




ফিলিস্তিনে বর্বর হামলার পরও সৌদি সরকারের
নীরবতার সমালোচনা করেন এ সাংবাদিক। তিনি বলেন, সৌদি সরকারের উচিৎ ভোগ
বিলাস থেকে বের হয়ে এসে নিজেদের সম্পদ ও ক্ষমতাকে মুসলিম নির্যাতন বন্ধ ও
ঐক্য সৃষ্টিতে কাজে লাগাতে হবে। অবিলম্বে ফিলিস্তিনের ওপর হামলা বন্ধ ও
মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরাইলের বিচারে জাতিসংঘকে বাধ্য করতে মুসলিম
দেশগুলোর নেতৃবৃন্দের প্রতি আহবান জানান মোবায়েদুর রহমান।


 সুত্র : রেডিও তেহরান



Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

নারী ও শিশুসহ ১৫ ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করল,তালেবান জঙ্গিরা






আফগানিস্তানের সন্দেহভাজন তালেবান
সন্ত্রাসীরা তিন নারী ও এক শিশুসহ ১৫ বেসামরিক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা
করেছে। মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে আজ (শুক্রবার) এ হত্যাকাণ্ড ঘটে বলে
প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন।






তিনি জানান, তালেবানরা একটি মহাসড়ক থেকে
দু’টি গাড়ি থামিয়ে এর ১৬ যাত্রীকে লাইনে দাঁড় করায়। এরপর ঠাণ্ডা মাথায়
তাদের মাথা ও বুকে গুলি করে হত্যা করে। তবে এর মধ্যে এক ব্যক্তি পালিয়ে
আসতে সক্ষম হয়; তবে কীভাবে সে পালিয়ে গেল তা জানানো হয় নি।




তালেবানের পক্ষ থেকে এ ঘটনার দায় স্বীকার
করা হয় নি। যেসব হামলায় বেসামরিক নাগরিক নিহত হয় সাধারণভাবে তার বেশিরভাগই
অস্বীকার করে তালেবান। এর আগে বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে
অজ্ঞাত বন্দুকধারীরা ফিনল্যান্ডের দুই নারী ত্রাণকর্মীকে হত্যা করে। এ
ছাড়া, একইদিন তাখার প্রদেশে এক আত্মঘাতী মোটরসাইকেল আরোহীর হামলায় ছয়
বেসামরিক ব্যক্তি নিহত ও অপর ২০ জনেরও বেশি আহত হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের
একটি পাইকারি মার্কেটে এ হামলা চালানো হয়।


 সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

চীনের আপত্তি উপেক্ষা: ভারত, আমেরিকা ও জাপানের নৌ মহড়া






ভারত আমেরিকা ও জাপানের নৌবাহিনী আজ (বৃহস্পতিবার) প্রশান্ত মহাসাগরে ত্রিদেশীয় নৌ মহড়া ‘মালাবার’ শুরু করছে।






চীনের আপত্তি উপেক্ষা করে পূর্ব চীন
সাগরের উত্তর-পূর্বাঞ্চলে  জটিল এই নৌ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাপান ও
মার্কিন  নৌবাহিনীর বিরুদ্ধে দক্ষতা পরীক্ষা করার জন্য মহড়ায় রিয়ার
অ্যাডমিরাল অতুল কুমারের জেইনের নেতৃত্বে তিনটি রণতরী পাঠিয়েছে ভারত।





এ রণ মহড়ায় যে সব মার্কিন যুদ্ধজাহাজ
অংশগ্রহণ করছে তার মধ্যে অত্যাধুনিক বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন,
ডেস্ট্রয়ার ইউএসএস শিলহ, জন এস ম্যাককেইন  এবং পরমাণু ডুবোজাহাজ ইউএসএস
কলম্বাস রয়েছে। নৌ মহড়ায় জাপানের রণতরী জেএম কুরমা এবং জেএস আশিগাড়ারার
পাশাপাশি উভচর বিমান ইউএস-২আই শিনমাওয়া অংশ নেবে।





এ মহড়ার বন্দর পর্ব অনুষ্ঠিত হবে জাপানের সিসিবো নগরীতে এবং সাগর অনুশীলনের পর্ব অনুষ্ঠিত হবে প্রশান্ত মহাসাগারের উন্মুক্ত অংশে।




১৯৯২ সাল থেকে ‘মালাবার’ মহড়ায় অংশ নিচ্ছে
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের উপেক্ষা অবজ্ঞা করে ২০০৭ সালে
প্রশান্ত মহাসাগরের এ মহড়ায় অংশগ্রহণ করে জাপান, অস্ট্রেলিয়া এবং
সিঙ্গাপুর।


সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

হামাসের যুদ্ধবিরতির শর্তগুলোর প্রতি সমর্থন দিয়েছে "পিএলও"




ফিলিস্তিনি মুক্তি সংস্থা (পিএলও) বলেছে,
ইসরাইলের সঙ্গে  যুদ্ধবিরতির জন্য হামাস যেসব শর্ত দিয়েছে তার প্রতি এ
সংস্থার পূর্ণ সমর্থন রয়েছে।






পিএলও’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ
(বুধবার) রামাল্লায় বলেন, বর্বর ইসরাইলি বাহিনীর আগ্রাসন বন্ধ এবং গাজার
উপর ইসরাইলের চাপিয়ে দেয়া সব ধরনের অবরোধ তুলে নেয়ার যে দাবি হামাস করেছে
তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পিএলও। তিনি আরো বলেন, এসব দাবি আদায় করার
জন্যই  ফিলিস্তিনি নেতারা তাদের সব শক্তি ও সামর্থ‍্য কাজে লাগাচ্ছেন। 





হামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির যেসব
শর্ত দিয়েছে তার মধ্যে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ তুলে নেয়া ও  মিশরের
সঙ্গে একমাত্র সীমান্ত পথ  রাফা ক্রসিং খুলে দেয়ার দাবি রয়েছে।





এ ছাড়া, হামাস  ইসরাইলি কারাগারে  আটক সব
ফিলিস্তিনি বন্দিকে মুক্তিসহ ইসরাইলের সঙ্গে ১‌০ বছরের যুদ্ধবিরতির শর্ত
দিয়েছে। ২০১১ সালের বন্দি বিনিময় চুক্তির আওতায় বহু ফিলিস্তিনি ইসরাইলের
কারাগারে থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু কিছুদিন পরেই  তাদেরকে আবার ধরে নিয়ে
যায় ইসরাইল।




গত মঙ্গলবার ফিলিস্তিনি ঐক্য সরকারের
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায়
হামলা চালিয়ে  আন্তর্জাতিক আইন লংঘনসহ মানবতা বিরোধী অপরাধ করছে। তিনি আরো
বলেন, ফিলিস্তিনে যে ঐক্য সরকার গঠিত হয়েছে তা বানচাল করতেই ইসরাইল গাজায়
হামল চালিয়ে যাচ্ছে।


সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

"আমেরিকায় বাড়ছে শিশু দরিদ্রতা" দারিদ্রসীমার নিচে রয়েছে ২৩ ভাগ শিশু


মার্কিন যুক্তরাষ্ট্রে ২,০০০ এর দশক থেকে
শিশু দরিদ্রতা বাড়ছে। দেশটির ২৩ শতাংশ শিশুই দারিদ্রসীমার নিচে থাকা
পরিবারগুলোতে বসবাস করছে।  অ্যানি ই. কেসি ফাউন্ডেশনের বার্ষিক বিশ্লেষণে এ
কথা বলা হয়েছে।






‘কিডস কাউন্ট ডাটা বুক’ নামে একটি
প্রতিবেদন তৈরি করেছে ফাউন্ডেশনটি। এ প্রতিবেদন তৈরির জন্য যুক্তরাষ্ট্রের
৫০টি অঙ্গরাজ্যে জরিপ চালানো হয়েছে। ‘কিডস কাউন্ট ডাটা বুক-এর ২৫তম
সংস্করণে দেখা গেছে, দেশটির ২৩ শতাংশ শিশু ২০১২ সাল থেকে দারিদ্রসীমার
নিচের পরিবারগুলোতে বসবাস করছে।





অ্যানি ই. কেসি ফাউন্ডেশনের সভাপতি এবং
প্রধান  নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ম্যাকার্থি বলেছেন, নিম্ন আয়ের
পরিবারগুলো এখনো মার্কিন মহা অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার প্রচেষ্টা করছে।
মার্কিন সরকারের চিকিৎসা কর্মসূচি খাতে অর্থ বরাদ্দ কমেছে অন্যদিকে বাড়ি
ভাড়া ও পরিবহণ খাতের উচ্চ ব্যয়  দরিদ্র পরিবারগুলোকে দরিদ্রতার মধ্যেই
নিমজ্জিত রাখছে।




এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ল্যাটিন
আমেরিকা এবং আফ্রিকার বংশোদ্ভূত   এবং মার্কিন আদিবাসী গোষ্ঠীগুলো অন্যান্য
গোষ্ঠীর চেয়ে বেশি দরিদ্রতার শিকার হয়েছে। ম্যাকার্থি আরো বলেন, দরিদ্রতার
ক্ষেত্রে ব্যাপক বর্ণবৈষম্য কাজ করছে।


সুত্র : রেডিও তেহরান




Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.

ইসরাইলের প্রতি সমর্থন দেয়ায় ওবামার প্রশংসা করলেন,নেতানিয়াহু




ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তার আগ্রাসী সেনাদের সামরিক অভিযানের প্রতি
সমর্থন জানানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করেছেন।






গাজায় ইসরাইলি হামলার ব্যাপারে
আন্তর্জাতিক সমাজ যখন নীরব ও বন্ধু দেশগুলো যখন তেলআবিবকে সমর্থন দিয়ে
যাচ্ছে তখন ইসরাইলের প্রধানমন্ত্রী তাদের প্রতি সমর্থনের কারণে আমেরিকার
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
সম্প্রতি গাজায় হামলা বন্ধ, পরিপূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দী
মুক্তির জন্য ফিলিস্তিনিদের দাবি উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলার প্রতি
সমর্থন ঘোষণা করেছেন।




এদিকে, গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে মুসলিম দেশগুলোসহ অন্যান্য দেশে বিক্ষোভ সমাবেশ ও ঘৃণা প্রকাশ অব্যাহত রয়েছে।


সুত্র : রেডিও তেহরান


Disclaimer:

This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.