জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই |
জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেছেন, গাজায় চলমান
আগ্রাসনে ইচ্ছাকৃত ভাবে আন্তর্জাতিক আইন পদদলিত করে যুদ্ধপরাধ করছে
ইসরাইল। জেনেভায় আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ ছাড়া
তিনি হামাসেরও কিছু সমালোচনা করেছেন।
নাভি পিল্লাই বলেন, গাজায়
স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি এবং জাতিসংঘ স্থাপনাসহ বেসামরিক মানুষ বসবাসকারী
এলাকায় হামলা করে তেল আবিব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এ জাতীয় হামলা
ঘটনাক্রমে হয়নি বলে উল্লেখ করেন তিনি। দৈনিক কিছু সময় মানবিক কারণে গাজা
যুদ্ধের বিরতি দেয়ার আহ্বান জানিয়ে বলেন, তা হলে পানি ও খাদ্য যোগাড়ের
অবকাশ পাবেন ফিলিস্তিনিরা।
এ ছাড়া, গাজার বিদ্যুৎ প্লান্ট,
পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পানির কুপগুলোর ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা করে
বলেন, ২০০৯ সালের গাজা যুদ্ধের সময়ও একই কাজ করেছে ইসরাইল। গাজায় এখন যা
ঘটছে তা আগেও ঘটেছে এবং গাজা যুদ্ধ সংক্রান্ত তদন্ত কমিটি ইসরাইলের এ জাতীয়
তৎপরতাকে যুদ্ধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করেছে বলে জানান
তিনি।
তার কঠোর সমালোচনা থেকে রেহাই পায় নি ইসরাইলে ঘনিষ্ঠ মিত্র
মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের গোলার আঘাত থেকে
ফিলিস্তিনিদের রক্ষা করার বদলে তেল আবিবের আয়রন ডোম উন্নয়নে অর্থ ঢালছে
আমেরিকা।
সুত্র : রেডিও তেহরান
Disclaimer:
This post might be introduced by another website. If this replication violates copyright policy in any way without attribution of its original copyright owner, please make a complain immediately to this site admin through Contact.