ঘেরাও হচ্ছে রাশিয়া: রোমানিয়ায় জঙ্গিবিমান পাঠালো কানাডা




পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় ছয়টি
জঙ্গিবিমান পাঠিয়েছে কানাডা। পূর্ব ও মধ্য ইউরোপে ন্যাটো যে সামরিক
উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সদস্য হিসেবে কানাডা জঙ্গিবিমান
পাঠিয়ে তাতে অবদান রাখলো।






ইউক্রেন নিয়ে আমেরিকা ও ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার যখন তীব্র টানাপড়েন চলছে তখন এ পদক্ষেপ নিল কানাডা।





কানাডার কুইবেক বাগোতভিল বিমান ঘাঁটি থেকে
এসব বিমান এনে গতকাল রোমানিয়ায় মোতায়েন করা হয়। বিমান উড্ডয়নের সময় সেখানে
উপস্থিতি ছিলেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী রব নিকোলসন। তিনি পাইলট ও
সহকারীদের বলেন, ইউক্রেন সংকটের কারণেই তাদেরকে রোমানিয়ায় পাঠানো হচ্ছে।





তিনি আরো বলেন, “পূর্ব ও মধ্য ইউরোপে
ন্যাটো জোট যে প্রচেষ্টা চালাচ্ছে শিগগিরি আপনারা আমাদের মিত্রদের সঙ্গে
মিলিত হয়ে তাতে অবদান রাখবেন। ইউক্রেন সংকটের সমাধান ও দেশটির জনগণের মধ্যে
যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়নে আন্তর্জাতিক প্রচেষ্টায়
সমর্থন দেয়া হবে একটি মৌলিক কাজ।





এদিকে, ডেনমার্কও ওই এলাকায় চারটি জঙ্গিবিমান পাঠিয়েছে। ফ্রান্স এবং ব্রিটেন পাঠিয়েছে আটটি জঙ্গিবিমান।




পশ্চিমাদের এসব তৎপরতায় রাশিয়ার
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রুশ সীমান্তে
আমেরিকা ও তার মিত্ররা অসম সামরিক তৎপরতা শুরু করেছে।


 ৩০ এপ্রিল (রেডিও তেহরান)


No comments:

Post a Comment